পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা t;$') শুনিতে মধুর বড়, মরি কিবা মনোহর জলে বুঝি জলদেবী বাজায় সেতারা রে ॥ নৌপরি নাবিকগণ, আঘাতিছে ঘন ঘন, মীনগণে প্রাণভয়ে জাল মধ্যে যায় রে । সেতারের সঙ্গে বুঝি ঢোল বাস্ত হয় রে ॥ কোন স্থানে জাল ঝাড়ি, ফেলিছে বাপ বাপ করি, আহা কিবা বুদ্ধিবলে জাল দড়া বোনে রে। বাঙ্গালীর তরকারি যাহা দিয়া ধরে রে ॥ উত্তম উত্তম ! লেখক অক্ষর ঠিক রাখিতে পারিলে একজন সুকবি হইতে পরিবেন। व-# । পত্রপ্রেরকদিগের প্রতি জী: স্বাক্ষরিত বাবু! আপনার পুরা নাম না পাইলে পত্রস্থ করিতে পারি না। সিংহ ! আপনি যাহা লিথিয়াছেন, ও বিষয়ের অনেক আন্দোলন হইয়া গিয়াছে । শ্ৰীনবীনচন্দ্র ঘোষ ! আপনার পত্ৰখানি বারাস্তরে প্রকাশিত হইবে। ঐ বি, বে, সেন । আপনার পত্র প্রকাশ করিবার যোগ্য নহে । বিজ্ঞাপনের নিয়ম প্রত্যেক পংক্তি প্রথম তিনবার তিন আনা । তৎপরে স্বতন্ত্র বন্দোবস্ত করা যাইবে । অৰ্দ্ধ আন মূল্যের ডাক টিকিট ভিন্ন আমরা মূল্য গ্রহণ করিব না। গ্রাহকগণ টিকিট প্রেরণ কালে অৰ্দ্ধ আনার হিসাবে বেশী টিকিট পাঠাইবেন । কারণ আমাদিগকে কমিশন দিয়া টিকিট বেচিতে হয় । গ্রাহকগণ রীতিমত সময়ে পত্র না পাইলে খামখানি পাঠাইয়া দিবেন। কেহ রীতিমত সময়ে মূল্য না দিলে কাগজ দেওয়া বন্ধ করিব ।