পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা, - ৬৮৫ এই সময়ে পরদা পড়িয়া গেল এবং পুনরায় ঐক্যশন বাদন আরম্ভ হইল । ইন্দ্র । বরুণ! রাণী চমৎকার অভিনয় করিতেছিলেন, হঠাৎ এমন হ’লেন কেন ? বরুণ । উনি যে সুধা পান করিয়া আসিয়া সুধাসম অভিনয় করিতেছিলেন, সেই সুধা উদর মধ্যে রাখিতে না পারিয়া বাহির করিয়া ফেলিলেন । দেবগণ আদ্যোপাস্ত অভিনয় দেখিয়া সন্তুষ্ট হইলেন । রাবণের খেদোক্তিতে র্তাহাদের চক্ষু হইতে অশ্র পতিত হইতে লাগিল । পিতামহ বলিলেন, “এই পুস্তক রচয়িত। একজন সুকবি বটে। বরুণ, ইহার নাম কি ?” বরুণ । ইহার নাম মাইকেল মধুসুদন দত্ত । ব্ৰহ্মা। মাইকেলু! তুমি তার বিষয় আমাকে বল । বরুণ। ইনি ১৮২৮ খ্ৰীঃ অব্দে যশোহরের অন্তঃপাতী সাগরীড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । ইহঁার পিতার নাম রাজনারায়ণ দত্ত । ইনি হিন্দুকলেজে বিদ্যাশিক্ষা করেন এবং ১৬১৭ বৎসর বয়ঃক্রমকালে খ্ৰীষ্টান হন। তজ্জন্ত মাইকেল নাম হইয়াছে। খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিবার পর ইনি বিশঙ্গকলেজে গ্রীক ও লাটিন ভাষা শিক্ষা করিয়া মালদাজ যাত্রা করেন । তথায় যাইয়া মান্দ্রাজ কলেজের প্রধান শিক্ষকের কgাকে বিবাহ করেন । -২৩ বৎসর বয়ঃক্রমকালে ইনি ইংরাজী ভাষায় একখানি পদ্য গ্রন্থ প্রচার করেন এবং ঐ স্থানের “এথিনিয়ম” নামক একখানি ইংরাজী সংবাদপত্রের সহকারী সম্পাদক নিযুক্ত হন। ইনি কিছু দিন মান্দ্রাজ কলেজে শিক্ষকতা কাৰ্য্য করিয়া সস্ত্রীক বাঙ্গলাদেশে প্রত্যাগত হন এবং কলিকাতায় একটা কেরাণীগিরি কৰ্ম্ম করেন। ১৮৫৮ সালে ইনি রত্নাবলী নাটকের ইংরাজীতে অনুবাদ করেন। তৎপরে শৰ্ম্মিe", পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব