পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা نافbس * সকলের সাজ পোষাকও চমৎকার । এই সময় বালক "অভিমত্যু” সপ্তরর্থী কর্তৃক পরিবেষ্টিত হইয়া বিলক্ষণ বীরত্ব প্রকাশ ও তৎসহ খেদ উক্তি করিতেছিলেন । ইন্দ্র। বরুণ ! এ যাত্রার দলটী ত মন্দ নহে। ইহার থিয়েটারের দ্যায় সুন্দর অভিনয় করিতেছে। তদ্ভিন্ন থিয়েটারে পয়সা খরচ ব্যতীত কেহ দেখিতে কিংবা শুনিতে পায় না, ইহাদের অবারিত দ্বার। ইহাদিগের দ্বারা বোধ হয় বঙ্গভাষারও সমূহ উন্নতি হইতেছে। কারণ, ইতর শ্রেণীর মধ্যেও ইহা দ্বারা এমে সাধুভাষ প্রচলিত হওয়া সম্ভব। যতক্ষণ না যাত্রা ভাঙ্গিল, দেবগণ দাড়াইয়া দাড়াইল্প শুনিলেন। অভিনেতাদিগের মুচ্ছ যাওয়া দেখিয়া সকলে ধন্যবাদ দিতে লাগিলেন। নারায়ণ কহিলেন, “ইহাদের আমি এই আশ্চৰ্য্য দেখিতেছি, দাড়াইয়া সটাং মুছ। যাইতেছে, অথচ আঘাত পাইতেছে না।” ব্ৰহ্মা। বরুণ ! এ প্রকার যাত্রার দল কতগুলি আছে এবং দলটির অধিকারী কে ? 源 বরুণ। এ প্রকার যাত্রার দল সম্প্রতি অনেক হইয়াছে ; অনেক ভদ্রলোক চাকরীর শোচনীয় অবস্থা দেখিয়া যাত্রার দল করিতে আরম্ভ করিয়াছে, তন্মধ্যে ব্ৰজমোহন রায়, আশুতোষ মুখোপাধ্যায়, গণেশচন্দ্র উকীল, মতিলাল রায়, বেী-কুণ্ডু এবং যাদবচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেকগুলি দল শ্রেষ্ঠ । যে দলটার গান শুনিলেন, ইহার অধিকারীর নাম ৬প্রজমোহন রায় । ইহার নিবাস হুগলী জেলার অন্তর্গত বলাগড় থানার সন্নিকটস্থ চাদড় নামক একটী পল্লীগ্রামে । ইহঁার প্রথমে একটা পাঁচালীর দল ছিল, কিন্তু অপর দলের সহিত লড়াই হইলে তাহারা অত্যন্ত পিতৃ মাতৃ উচ্চারণ করিয়া গালি দিত বলিয়া ব্রজরায় কনিষ্ঠ ভ্রাত। গোপীরায়ের পরামর্শে এই দলট করেন । ইহঁার নুতন মুরে গান বাধিবার ক্ষমতা ছিল, তাহার মৃত্যুর পর অবধি গোপীমোহনরায় দল চালাইতেছেন।