পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > 0 দেবগণের মর্ত্যে আগমন ইহঁার উত্তরাধিকারিগণ দল চালাইতেছেন। রামচরণ বসু কলিকাতায় জন্মগ্রহণ করেন। ইনি জয়নারায়ণ বসুর প্রথম পুত্র। রামসুন্দর স্বর্ণকার,—ইনি পূৰ্ব্বে কেরাণীগিরি কৰ্ম্ম করিতেন, ৮৩ বৎসর পর্য্যন্ত জীবিত ছিলেন । এই সময় এণ্টনি সাহেব প্রভৃতি আরও কয়েক ব্যক্তির কবির দল ছিল । এই সময় কবি ভাঙ্গিল । ও দিকে “মার, মার” শব্দ আরম্ভ হইলে লোকগুলো সেইদিকে ছুটিতে লাগিল । দেবতারাও “কি কি ” শব্দে যাইয়। শুনিলেন–জুতাচোর এক খাচা জুতা চুরি করিয়া ধরা পড়িয়া মার খাইতেছে। দেবগণ বাসায় আসিয়া দেখেন, উপ একখানি ইংরাজী পত্র খুলিয়া বাঙ্গালা ভাষায় তরজমা , করিতেছে। দেবতার উপবেশন করিয়া কহিলেন, “উপ’র যে আজ লেখা পড়ায় বড় যত্ন ! এক মনে বসিয়া কি লিখিতেছে। ও কাগজখানার নাম কি ?” উপ। হিন্দুপেটিয়ট । ব্ৰহ্মা । কি ? বরুণ। হিন্দুপেট্রিয়ট । মুপ্রিসিদ্ধ বাবু কৃষ্ণদাস পাল ইহার সম্পাদক । ব্ৰহ্মা । বাঙ্গালীতে এত বড় খবরের কাগজখানা পরভাষায় লেখেন— ইনি ত কম লোক নন। বরুণ । আজ্ঞে এক্ষণে অনেক বাঙ্গালী ইংরাজী সংবাদপত্র লিখিতেছেন ; বাবু নরেন্দ্রনাথ সেন প্রাত্যহিক “মিরার” পত্র ও শ্রযুত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় “বেঙ্গলী” বাহির করিয়াছেন । পেঢ়ি য়ট কাগজখানি বহুদিনের। প্রথমে ইহা vহরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত হয় ; তৎপরে বাবু কৃষ্ণদাস পাল ইহঁার সম্পাদকতা ভার গ্রহণ করিয়াছিলেন। পেট্রিয়ট দ্বারা দেশের যথেষ্ট উপকার হইয়াছে, ইহাতে রাজনৈতিক বিষয় সকলেরই বিশেষ আন্দোলন করা হয় ।