পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२२ দেবগণের মর্ত্যে আগমন ইহাদিগের প্রতিষ্ঠিত সিংহটাতে সিংহবাহিনী মূৰ্ত্তি আছে। রামকান্ত গুহের পাচ পুত্র ; তন্মধ্যে জ্যেষ্ঠের নাম গঙ্গানারায়ণ সরকার। র্তাহার পুত্রের নাম শম্ভুচন্দ্র সরকার। ইনি গোকুল মিত্রের বিষয়ের ম্যানেজার ছিলেন। ব্ৰহ্মা। গোকুল মিত্রের বিষয় বল । বরুণ । ইহঁার পিতার নাম সীতারাম মিত্র । আদি বাস বালীতে । সীতারাম প্রথমে কলিকাতায় আসিয়া বাগবাজারে বাস করেন । ইনি যৎসামান্ত বিষয় রাখিয়া যান। গোকুল মিত্র লবণের ব্যবসা করিয়া বিষয় বৃদ্ধি করেন । এবং বিষ্ণুপুরের রাজা দামোদর সিংহকে এক লক্ষ টাকা দিয়া তাহার গৃহলক্ষ্মী মদনমোহন বিগ্রহকে ক্রয় করেন। ঐ ঠাকুর আসা পর্যাপ্ত গোকুল মিত্র লক্ষ্মীবস্ত ও বিষ্ণুপুরের রাজা লক্ষ্মীছাড়া হন। গোকুল মিত্র চিৎপুর রোডের ধারে মদনমোহনের বৃহৎ মন্দির ও রাসমঞ্চ তৈয়ারী করিয়া দিয়াছেন । - এখান হইতে যাইতে যাইতে বরুণ কহিলেন, পিতামহ! নিধুরাম বোসের বাড়ী দেখুন। ইনি ইংরাজদিগের রাজ্য বিস্তারের পূৰ্ব্বে আসিয়া কলিকাতায় বাস করেন। এই বংশের মোহনচাদ বস্ব বেশ হাফ আখড়ায়ের গান বাধিতে পারিতেন।” এখান হইতে যাইতে যাইতে ব্ৰহ্মা কহিলেন, “বরুণ! সম্মুখের বাড়ীটি কাহার ?” বরুণ । দেওয়ান চরিঘোষের বাড়ী। হরিঘোষ মুঙ্গের কেল্লার দেওয়ান ছিলেন। ইনি যথেষ্ট উপার্জন করেন। কিন্তু দান ধ্যানেই অধিকাংশ ব্যয় করিয়া ফেলেন। ইনি বিস্তর নিরাশ্রয় এবং জ্ঞাতি ও বন্ধু বান্ধবদিগকে নিজ বাটীতে রাখিয়া ভরণ পোষণ করিতেন, এজন্ত লোকে অদ্যাপি হরিঘোষের গোয়াল বলিয়া থাকে। ইহার সমস্ত বিষয় ইহার কোন বন্ধু বিশ্বাসঘাতকতা করিয়া ফাকি দিয়া লইয়াছিল । শেষ দশায় ইছার অর্থাভাবে অত্যন্ত কষ্ট হয় এবং কাশীতে যাইয়া বাস করেন।