পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকলে বাছিম আসিয়া দেখেন, ছোট ছোট পাটাগুলোকে এমন ভাবে বাধিয়া রাখিয়াছে যেন গাছের ফল। পিতামহ কহিলেন, “হার রে পগুর প্রতি অত্যাচারনিবারিণী ল: । একবার কালীঘাটে এসে দেখে যাও এখানে কি অত্যাচার। বরুণ ! শীঘ্ৰ গাড়ী ভাড় কর, এই দণ্ডেই কালীঘাট । পরিত্যাগ করিব।” বরুণ তৎশ্রবণে একখানি গাড়ী ভাড়া করিলে দেবগণ তাহাতে উঠিয়া আলিপুরে আসিয়া উপস্থিত হইলেন । র্তাহারা জজ আদালত প্রভৃতি দেখিয়া স্কুল ও কাছারির নিকট উপস্থিত হইয়া দেখেন, একটা ঘরের ভিতর এজলাসে বসিয়া হাকিম বিচার করিতেছেন । , দেবতারা বাহিরে আসিলে পিতামহ কহিলেন, “বরুণ ! দেশী হাকিমদের উৎপত্তির কারণ বল ।” বরুণ। এক সময় যমালয়ে কয়েদীদিগের আহারাদির কষ্ট দেওয়ায় তাহার বিদ্রোহী হয় এবং যম মফঃস্বল ভ্রমণে যাইলে জেল ভাঙ্গিয়া বাহিরে আসে। কয়েদিগণ তাহাদের মধ্যে একজনকে রাজা করে। যম প্রত্যাগমন করিয়া সিংহাসন না পাওয়ায় কঁাদিতে কঁাদিতে বৈকুণ্ঠে যাইয়া নারায়ণের নিকট দরখাস্ত করিলেন । নারায়ণ যমালয়ে আসিয়া মিষ্ট কথায় তাহাদিগকে তুষ্ট করিয়া মর্ত্যে পাঠান, এবং কহেন, “তোমরা যমের স্তায় তথায় গিয়া বিচারাসনে বসিয়া বিচার করিবে ।” এখান হইতে সকলে যাইয়া জিওলজিকেল গার্ডেনের স্বারে উপস্থিত হইলেন। অগ্নি ব্যাঘ্রগণ “হালুম হালুম” শব্দে বানরগণ “উপ আপ" শব্দে ও বনমানুষেরা “উকু উকু” শব্দে চীৎকার আরম্ভ করিল। তাহারা প্রথমে যাইয়া ব্যাঘ্র ভল্লুক দেখিলেন। ব্যাঘ্র ও ভল্লুকগণ তাহাদিগকে দেখিয়া চঞ্চল চরণে রেলিংয়ের বাহিরে আসিয়া তাহদের চরণে x আছাড়িয়া পড়িবার প্রয়াস পাইতে লাগিল, কিন্তু অকৃতকাৰ্য্য হইল। তৎপবে উট, গণ্ডার, শূকর প্রভৃতি দেখিয়া বানরগণের ঘরে আসিলে ক্ষুদ্র । ক্ষুদ্র বানরগণ করষোড় করিতে লাগিল । মনের ভাব "দেবগণ । অমর।