পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8レ・ দেবগণের মর্ত্যে स्वाँश्शैर्भेन অঙ্গে মহারাণী ভিক্টোরিয়া ইংলঙের সিংহাসনে আরোগ করেন। মঞ্জি দেবেন্দ্রনাথ ঠাকুরের যত্নে তত্ত্ববোধিনী সভা স্থাপিত হয় এবং দ্বারকানাথ ঠাকুর বিলাত যাত্র করেন। ১৮৪২ অব্দের ৩রা জুনু কলিকাতায় একটা ভয়ানক ঝড় হয়। এই বৎসরে মতিলাল শীলের দাতব্য বিদ্যালয় স্থাপিত হয়। এই সময় অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রের সম্পাদক হন। এই সময় দ্বারকানাথ ঠাকুর দ্বিতীয়বার বিলাত যান i ১৮৪২ অব্দে গবর্ণর লর্ড অক্লাণ্ডের ভগিনী মিস ইডেন,ইডেন গার্ডেন নামক উষ্ঠান স্থাপনা করেন। ১৮৪৬ অব্দে বিলাতে দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু হয়। এই সময় কলিকাতায় গোয়ালিয়র মনুমেণ্ট নিৰ্ম্মিত হয় এবং মেডিকেল কলেজ হস্পিটেলের ভিত্তি স্থাপিত হয়। ১৮৫৫ অব্দে ইডেন গার্ডেনে ব্রহ্মদেশীয় প্যাগোর্ড আনিয়া স্থাপিত করা হয়। এই সময় মহাত্মা ক্যানিং গবর্ণর হইয়া কলিকাতায় আসেন। ইহার সময় পাথুরেঘাটায় রাজপরিবারে প্রথম ঐক্যতান বাদন স্বষ্টি হয় । ১৮৫৭ অব্দে সিমুলিয়ায় আগুতোষ দেব ( ছাতুবাবু) , মহাশয়ের বাটতে শকুন্তলা নাটক অভিনয় হয়। তৎপরে কলুটোলায় কেশব চন্দ্র সেন মহাশয়ের তত্ত্বাবধানে বিধবাবিবাহ নাটক অভিনীত হয়। ক্যানিং সাহেবের সময় সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৮ অঃ কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন । ১৮৫৮ খৃঃ অব্দে“সোমপ্রকাশ”প্রকাশ আরম্ভ হয় । ইহার পর লর্ড ডেল হাউসি গবর্ণর জেনেরল হন। তিনি উড়িষ্যার খন্দ জাতির মধ্যে যে নরবলি প্রথা প্রচলিত ছিল. তাহ উঠাইয়া দেন । ১৮৪২ অঃ ওয়াকোপ সাহেব বাঙ্গালার ডাকাইত কমিশন হন এবং ডাকাইত দলকে উৎসন্ন দেন। ৮৫১ অঃ রেলওয়ে কাৰ্য্য আরম্ভ হয় এবং তৎপর বৎসর ডাক্তার ওসান্‌সি সাহেব টেলিগ্রাম প্রবর্তিত করেন । ইহঁার সময় ডাকের জন্তু স্বতন্ত্র কার্য্যবিভাগ স্থাপিত হয় এবং ডাক বিভাগের কার্য্যাধ্যক্ষ ওজন .বুৰিয়া মণ্ডল গ্রহণ পূর্বক পত্রাদি চালাইবার বন্দোবস্ত করেন। ইহার সময় সাধারণের গমনাগমন জন্ত প্রশস্ত রাজপথ প্রস্তুত হয় । ইনি শিক্ষা,