পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন Գg> সিয়েশন সভা স্থাপিত হয়। ১৮৫৭ অক্টে ইণ্ডিয়ান লিগ সম্ভ প্রতিষ্ঠিত। ভারতসভা আনন্দমোহন বস্থ ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যত্নে ১৮৮৬ অব্দে সংস্থাপিত হয়। - - এই সময় টিকিট দিবার ঘণ্টা দেওয়ায় দেবগণ যাইয়া দার্জিলিংয়ের টিকিট কিনিয়া আনিলেন এবং সকলে ভিতরে যাইয়া গাড়ীতে উঠিয়া বসিলেন । দেবরাজ কহিলেন, “বরুণ ওদিকে কতকগুলো গাড়ী দেখা যাইতেছে । যাঙ্গ ছাড়িবার উপক্রম করিতেছে ও গাড়ীগুলো কোথায় যাইবে ?” বরুণ । ওগুলো মাতলা লাইনের গাড়া । ঐ মাতলা রেল কলিকাতার দক্ষিণ দেশ দিয়া গিয়াছে । মাতলা রেলের ধারে, সোণারপুর চাঙ্গড়িপোতা মল্লিকপুর প্রভৃতি অনেক গুলি ভদ্রগ্রাম আছে। সোণারপুর বা চাঙ্গড়িপোতায় নামিয়া রাজপুর হরিনাভি নামক স্থানে যাওয়া যায়। রাজপুরে বিস্তর বৈদিক ব্রাহ্মণের বাস । বৈদিক ব্রাহ্মণ নাটুকে রামনারায়ণ তর্করত্ন হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন। ব্ৰহ্ম । নাটুকে কি ? তুমি আমায় রামনারায়ণের জীবনচরিত বল । বরুণ । ইহার পিতার নাম wরামধন শিরোমণি । ১৭৪৪ শকে ইহার জন্ম হয় । ইনি কলিকাতা সংস্কৃত কলেজে বিদ্যা শিক্ষা করেন এবং পাঠ সমাপ্ত করিয়া ঐ কলেজে একটি শিক্ষকতা পদ পান। ১৮৫২ অব্দে ইনি পতিব্ৰতোপাথ্যান এবং ১৮৫৪ অব্দে কুলীন কুলসর্বস্ব নাটক লেখেন ।” তষ্ঠার পর রত্নাবলী, বেণীসংহার, শকুন্তলা, নবনাটক, মালতীমাধব ও রুক্মিণী স্তরণ নাটক নামক - খানি নাটক রচনা করেন । এই সময়ে ট্রেণ ছাড়িতে ইঙ্গিত করায় ট্রেণ হুপান্থপ শব্দে দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ( বারাকপুর ), শু্যামনগর, অতিক্রম করিয়া নৈহাটিতে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “নৈহাটী,ভাটপাড়া, কাঠালপাড়া নামক তিনটা ভদ্রগ্রাম সারি সারি আছে। ভাটপাড়ার গুরুগুষ্ঠরা বড়