পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুঙ্গের সময়ে তুমি জানিও তোমার সম্পূর্ণ অধিকার হইয়াছে। এক্ষণে এই তাতি প্রচারককে দেখিয়া আমার স্মরণ হইল, কলির এক্ষণে সম্পূর্ণ অধিকারকাল উপস্থিত। এখান হইতে দেবগণ বাসায় আসিয়া পরস্পরে গল্প করিতেছেন এমন সময়ে নারায়ণ কহিলেন, “ঐ যা ! গয়ার পাথরবাট প্রভৃতির পোটলটা মোকামায় ট্রেন পরিবর্তনের সময় ফেলে এসেছি।” ব্ৰহ্মা এই কথা শ্রবণে নারায়ণের প্রতি অত্যস্ত অসন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন—“তোমার হাড়ে লক্ষ্মী হবে না ; আবার যেখানে যাবে কিছু কিনে দিতে ব’লো, ভাল ক’রে কিনে দেবো ! ছি। ছি! অত্যন্ত অসাবধান। বয়েস হয়েচে, বুদ্ধিশুদ্ধি আছে, এখন এত অসাবধান হলে কি পথ চলা যায় ? আমি অম্বলের মাছ খাব বলে খাসা খাসা ছোট ছোট বাটগুলি কিনে নিয়ে এলাম, তুমি কি না পথে ফেলে এলে ! বাটীগুলির জন্য মন নিতান্ত খারাপ হ’লে । ইচ্ছা হ’চ্চে আবার গয়ায় গিয়ে কিনে আনি ৷” বরুণ (নারায়ণকে অপ্রস্তুত দেখিয়া ) যাক, যা হবার তা হয়ে গেছে, কলিকাতায় সকল দেশের সকল রকম জিনিস আমদানী হয়—সেইখানে আপনাকে দেখে শুনে ভাল বাট কিনে দেবো । পরদিন তাহার একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া সীতাকুগু দেখিতে চলিলেন । গাড়ী কিছু দূর যাইলে দেবগণ দেখেন—কতকগুলি লোক তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া আসিতেছে । ব্ৰহ্মা। উহার কারা ? বরুণ । উহারা সীতাকুণ্ডের পাণ্ড । উহারা সংখ্যায় প্রায় চার পাঁচ শত যর আছে এবং অনেকে সীতাকুণ্ডের প্রসাদে বিলক্ষণ সঙ্গতিও করিয়া লইয়াছে । ক্রমে দেবগণের গাড়ী প্রাচীর-বেষ্টিত সীতাকুণ্ডের নিকট আসিয়া উপস্থিত হইল । তাহারা গাড়ী হইতে অবতীর্ণ হইলে পাওীর চারিদিক হইতে আসিয়া বেষ্টন করিতে লাগিল। কতকগুলি পাগু কহিল, “বাৰু আমরা আপনাদের সঙ্গে সঙ্গে মুঙ্গের হতে ছুটে আসছি।” অপরে কহিল “বাবুদের নিবাস ?” উপ। নিশ্চিন্তপুর। পাও । কি কহিলেন বাৰু! নিশ্চিন্তিপুর ?-কোন জেলা ? উপ। শ্রীকান্তনগর । swዖዔ