দেবগণের মর্ত্যে জাগমন মহাপ্ত । *না না পয়সা ফেলে দেও /* বলিয়া দেবগণের প্রতি চাহিয়? মুখ খি চাইয়া বলিলেন, “বলি-বাবা কি চুল খাবেন ?” ব্ৰহ্মা। আমরা পয়স। চিনি না, পয়সার মূল্যও জানি না, এজন্ত চারি পয়সার পূজা মান হইয়াছে। দেওয়ান । দেখুন মহারাজ ! ইহারা বোধ হয় রাঢ়দেশের লোক, সেই জন্যই বলিতেছে “আমরা পয়সাও চিনি না, পয়সার মূল্যও জানি না।" কারণ, রাঢ় অঞ্চলে চাউল ধান্তের বিনিময়ে সকল দ্রব্য পাওয়া যায় । তথায় পয়সা কেহ সহজে বাহির করে না এবং পয়সাকে উপাদেয় জিনিস মনে করে। উপ। দেওয়ানজী মহাশয় কোন দেশের লোক ? মহাস্ত। আচ্ছা, ওদের একটি সিকি দিতে বল । Y পিতামহ একটী সিকি প্রদান করিলে মহাস্ত উপকে নিকটে ডাকিয়া একটী অঙ্গুলির দ্বারা তাহার কপালে একটা চিহ্ন করিয়া ছাড়িয়া দিলেন । অমনি একজন নাপিত আসিয়া উহার হাত ধরিয়া এক স্থানে বসাইয়া পিতামহকে কহিল “মাথাকামানোর দক্ষিণ একটা আধুলি দিন দেখি !" নারা । কেন ? আমরা কি ভূষণের বাঙ্গল ? তাই মাথা কামাইতে এক পয়সার স্থানে এক আধুলি দেব ? নাপিত । আপনি বলেন কি ? এ যে তীর্থস্থান ! এখানে মাথা কামানোর দক্ষিণ এক আধুলির কম নাই। কমে চলবে কেমন ক’রে —আমাদের মহাস্তকে এক মুটো ক’রে টাকা জমা দিতে হয়। নারা । ভাল—এক পয়সার স্থানে এক আনা লও। ওর বেশী আমরা দেব না, বরং মাথা থেকে একগাছি চুল ছিড়ে পূজা দিতে হয়, তাহাও স্বীকার । * “আম্বন বাৰু” বলিয়া নাপিত উপর সম্মুখের চুলগুলি ঠিক নাটুকে মাঝিদের মত কামাইল, চারিদিক কামাইল না ; “দেন বাবু পয়সা দেন।” ইন্দ্র । ও কিরূপ কামান হ’ল ? নাপিত। মেপে দেখুন, ঠিক চারি পয়সার মত কামিয়ে দিইছি । আপনাদের যেমন দান, তেমনি দক্ষিণ । ’ নারা । বেশ কামান হয়েছে । তারকেশ্বরের বাহিরে গিয়ে আট পয়স} দিয়ে কামিয়ে লওয়া হইবে, তথাপি এখানকার নাপিতকে এক আনার বেশী দেব না । Woo, e.
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৬৬
অবয়ব