দেবগণের মর্ত্যে আগমন আর কোন ক্ষমতা নাই, কেবল কেউ কোথাও প্রস্রাব করলে ধরবার ক্ষমতা আছে।” বলিয়া তিনি দুই অান মাত্র জরিমানা করিয়া উপকে ছাড়িয়া দিলেন । দেবগণ সানন্দে যাইয়া উপ’র হাত ধরিলেন এবং গৃহের বাহিরে আসিয়া পিতামহ বরুণকে জিজ্ঞাসা করিলেন, “বরুণ, এই সুবিচারকটির নাম কি ?” 懿 বরুণ । বি, এল, গুপ্ত । ব্ৰহ্ম । কি ? বরুণ । বি, এল, গুপ্ত অর্থাৎ বিহারিলাল গুপ্ত। ই হারা জাতিতে বৈদ্য । ইনি গৌরিভানিবাসী চন্দ্রশেখর গুপ্তের পুত্র। বিহারিবাৰু বাল্যকালে হিন্দু স্কুলে বিদ্যা শিক্ষা করেন। তৎপরে প্রেসিডেন্সি কলেজের বি, এ, ক্লাসে পড়িতে পড়িতে বিলাত যাত্রা করেন । তথায় সিবিল সার্বিবস পরীক্ষায় উত্তীর্ণ হইয়া স্বদেশে প্রত্যাগমন করেন এবং কিছুকাল কয়েকটি জেলাতে সহকারী মাজিষ্ট্রেট ও জয়েণ্ট মাজিষ্ট্রেটের কার্য করিয়া কলিকাতার পুলিস মজিষ্ট্রেট নিযুক্ত হন। মহাত্ম হরিমোহন সেন ইহার মাতামহ । নারা । হরিমোহন সেন কে ? বরুণ ৷ হুগলীতে যে রামকমল সেনের কথা বলিয়াছিলাম, উক্ত রাম কমল সেন মহাশয়ের চারিট পুত্র ছিলেন, তন্মধ্যে জ্যেষ্ঠের নাম হরিমোহন সেন ; ইনি ১৮১২ অৰে জন্মগ্রহণ করেন। ইনি হিলু কলেজে বিস্তা' শিক্ষা করিয়াছিলেন । হরিমোহন সেনই বাঙ্গালা ভাষায় পুরাণ তরজম। করেন। ইনি প্রথমে টাকশালে, তৎপরে ট্রেজরিতে কাৰ্য্য করিয়া পরিশেষে বেঙ্গল ব্যাঙ্কের দেওয়ান হইয়াছিলেন এবং কলিকাতা ইনষ্টিটিউট, জমিদার সভা, ভারতসভা প্রভৃতির মেম্বর ছিলেন । পরিশেষে জয়পুরের রাজার প্রধান মন্ত্রী হন। ইনি যদুনাথ, মহেন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ * নামক চারি পুত্র ও এক কন্যা রাখিয়া প্রাণত্যাগ করেন। বর্তমান বি, এল, গুপ্ত সেই কন্যার গর্ভজাত পুত্র।
- ইনি ইণ্ডিয়ান মিরার নামক সংবাদপত্রের সম্পাদক ছিলেন । ১৯ • ১ খৃষ্টাব্দে ই হার মৃত্যু হইয়াছে—সম্পাদক ।
ፀ ♥: