পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এইরূপ বন্দোবস্ত আছে যে, তাহদের যত জাহাজ এখানে আমদানি হইবে, ইহার সেই সমস্ত জাহাজের যাবতীয় জিনিস পত্রের সরবরাহ করিবে, তৎপরে জাহাজ এখান হইতে প্রস্থান করিবার সময়ে জাহাজের কাপ্তেন ইহাদের নিকট হইতে ষে যে দ্রব্যসামগ্ৰী পাইয়াছেন, তাহার একটা রসিদ দিয়া যাইবেন । পরে ঐ বুলিদ অনুসারে এই অফিসের কৰ্ত্ত সদাগরের নিকট বিল করিলেই শতকরা কমিশন সহ টাকা পাইবেন । এই কমিশনের স্বার। ইহাদের বিলক্ষণ লাভ হইয়া থাকে। এখানেও বেশ প্রতারণা করা যায়। ইন্দ্র। কি প্রকারে ? বরুণ । মনে কর, কাপ্তেনকে পাঁচ টাকার চাউল কিনিয়া দিয়া দশ টাকার রসিদ লইলে, কে ধরিতে পারে ? এই অফিসের অধীনে সিপ সরকারের কাজ করে । তাহারাও এই কার্ঘ্যে বিলক্ষণ উপার্জন করিয়া থাকে ; এমন কি, অনেকে যথেষ্ট সঙ্গতি করিয়া লয় । ইন্দ্র । সিপ সরকারের অত উপার্জন কিরূপে হয় ? বরুণ । সিপ সরকারদের উপার্জনের অনেক পথ আছে। প্রথমত: ইহারা জাহাজ চলিয়া যাইবার সময়ে কাপ্তেনের নিকট পুরস্কার পায় ; তদ্ভিন্ন তাহারা এই কাপ্তেনী আফিস হইতে মাসিক বেতন পাইয়া থাকে । তৎপরে প্রতিদিন কাপ্তেনকে কোন দ্রব্য কিনিয়া দিয়া, যথা—এক টাকার ছোলা কিনিয়া দিয়া—এই অফিসে আসিয়া পাচসিকার কিনিয়া দিয়াছি বলিয়া টাকা লয়। সেই পাচলিকার উপর আবার এই সমস্ত আফিসের বাবুর মনে করিল ১॥• টাকায় বিল করিয়া টাকা আদায় করিতে পারেন । এই সময় কতকগুলি লোক আসিয়া দেবগণকে কহিল, “বাবু, কোম্পানীর কাগজ কিনিবেন ?” তাহারা অস্বীকার করিলে সকলে প্রস্থান করিল। পিতামহ কহিলেন, “বরুণ। এ লোকগুলি কে এবং সম্মুখের ও অফিসগুলি কি ? বরুণ। উহার কোম্পানীর কাগজের দালাল। আর ঐ আফিসগুলি কোম্পানীর কাগজের দালালের আফিস । কলিকাতায় যত কোম্পানীর কাগজ খরিদ বিক্রয় হয়, এই সমস্ত আফিসেই হইয় থাকে। দালালদিগের মধ্যে যাহার্য সঙ্গতিশালী, তাহারা কেবল এই দালালির উপর নির্ভর করে না, সময়ে সময়ে যখন কাগজের বাজার সস্ত হয়, খরিদ করিয়া রাখিয়া মহর্বি হইলে তাহা বিক্রয় কয়িয়া থাকে। ويسري 8