বিষয়বস্তুতে চলুন

পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন বরুণ। ইহার নাম থাকার স্পিঙ্ক, কোম্পানীর পুস্তকের দোকান। ইহাদের একটা ছাপাখানাও আছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পাঠ্যপুস্তক ইহারাই মূদ্রিত করিয়া থাকেন। ইংরাজদিগের যত পুস্তকের দোকান আছে, তন্মধ্যে এই দোকানটিই প্রধান । ইন্দ্র । এ বাড়ীটি দেখিতে বড় সুন্দর { বরুণ। ইrা—এই বাড়ীটি সৰ্ব্বসমেত তিনতালা। প্রথম ও দ্বিতীয় তলায় পুস্তকের দোকান এবং তৃতীয় তালায় সাহেবের বাস করিয়া থাকেন। দেবগণ ভিতরে যাইয়া দেখেন—কেবল চকচকে বৈ । এখান হইতে যাইয়া বরুণ কহিলেন, “পিতামহ । সলোমন কোম্পানীর দোকান দেখুন। ইহারা চশমা বিক্রয় করিয়া থাকেন । চক্ষু খারাপ হইলে লোকের যে প্রকার আবশ্বক, ইহাদিগের নিকটে পত্রসহ মূল্য পাঠাইলে পাঠাইয়া দেন। সোনার ভাণ্ডিওয়ালা চশমাগুলি এখানে ১৬ টাকা হইতে ৭৪ টাকা, রূপারগুলি ৮ হইতে ১৬ টাকা, এবং সামান্য ষ্টিলেরগুলি ৮ টাকা মূল্যে বিক্রয় হইয়া থাকে। সমস্ত চশমাই প্রায় প্রস্তরনিৰ্ম্মিত ; কাচের নহে। এখানে নীল, সবুজ, সাদা, সকল রঙের চশমাই পাওয়া যায়। ব্ৰহ্মা। বরুণ ! আমাকে আমার চক্ষের উপযুক্ত একজোড়া চশমা খরিদ করিয়া দেও। বরুণ তৎশ্রবণে দেবগণকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন এবং পিতামহকে ১৬ টাকা মূল্যের রৌপ্যের ডাভিওলা চশমা খরিদ করিয়া দিলেন । তিনি চশমা লইয়া চক্ষের সহিত মিলাইয়া কহিলেন, “আঃ ! প্রাচীন বয়সে আবার চক্ষু পেলাম (” নারায়ণ ও দেবরাজ এক এক জোড়া সবুজ রঙ্গের ৬৪ টাকা মূল্যের চশমা কিনিয়া লইলেন । চশমা চক্ষে দিয়া সকলে বাহিরে আদিয়া চতুর্দিকে চাহিতে চাহিতে চলিলেন এবং একটী বৃহদাকার বাড়ী দেখিয়া কহিলেন, “বরুণ ! এ বাড়ীটি কি ? বরুণ । লাটসাহেবের অস্তিাবল । ইন্দ্র । য়্যা ! অস্তিাবল ? আস্তাবলটী ত বড় সুন্দর ও নয়নপ্রীতিকর । এখানে কি শুদ্ধ লাটসাহেবের গাড়ী ঘোড়া থাকে ? বরুণ । এখানে লাটসাহেবের গাড়ী, ঘোড়া, খানসাম, কোচম্যান ও আরঙ্গালীরা বাস করে, এবং তোষাখানার উপরে ছোট দেওয়ানের বাসগৃহ। 歌歌曲