পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দবগণের মর্ত্যে আগমন বিলাত যাত্রা করেন। ১৮৭১ অবে ইনি লগুন ইউনিভারসিটি কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৮৭৩ অষ্ণে বি, এস, সি, পরীক্ষায় কৃতকাৰ্য হইয়া উপাধি প্রাপ্ত হন। ১৮৭৬ অবো এডিনবরা বিদ্যালয় হইতে ও তৎপরে লগুন বিশ্ববিদ্যালয় হইতে মনোবিজ্ঞান শাস্ত্রের পরীক্ষণ দিয়া ডাক্তার অব সায়ান্স উপাধি প্রাপ্ত হইয়াছেন । এই পরীক্ষায় বাঙ্গালীর মধ্যে ইনি ও আনন্দমোহন বস্থ, এই দুই জন মাত্র উত্তীর্ণ হইয়াছেন । ইহাদের যত্নে লগুনে ইণ্ডিয়ান সোসাইট, ব্রাহ্মসমাজ ও বাঙ্গালা পুস্তকালয় স্থাপিত হয়। ইনি ইণ্ডিয়ান সোসাইটীর সম্পাদকের কাজ করেন। ১৮৭৬ অব্দে ইনি স্বদেশে প্রত্যাগমন করেন ও পাটনা কলেজে সহকারী অধ্যাপকের পদে নিযুক্ত হন । ইহার প্রণীত একখানি ইংরাজী লজিক পুস্তক আছে। প্রসন্নকুমার সর্বাধিকারী নামক এক ব্যক্তি এখানকার অধ্যাপক ছিলেন । ইহার বাড়ী খানাকুল কৃষ্ণনগর। পূৰ্ব্বে যে রাজকুমার সর্বাধিকারীর কথা বলা হইয়াছে, ইনি তাঁহারই জ্যেষ্ঠ ভ্রাতা । ইহারা জাতিতে কায়স্থ । প্রসন্নকুমার প্রথমে হেয়ার স্কুলের শিক্ষকতা করিয়া পরে সংস্কৃত ও বহরমপুর কলেজের প্রিন্সিপাল হন। ১৮৮৩ অকে। ইহার মৃত্যু হইয়াছে। ইহার পাটীগণিত ও বীজগণিত নামক দুইখানি পুস্তক আছে। ইন্দ্র। স্কুল হইতে কলেজট পৃথক্ হইয়াই কি এই বাড়ীতে আইসে ? বরুণ । না, প্রথমে কলেজ স্কোয়ারের উত্তরাংশে একটী ভাড়াটে বাড়ীতে কলেজট থাকে । তৎপরে গবর্ণমেণ্ট বিশ্ববিদ্যালয় গৃহ প্রস্তুত করিবার সময়ে এই বাড়ীটি নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন। বাড়ীটি তিন তালা। দ্বিতীয় তালায় এফ, এ, ক্লাসের ছাত্রেরা এবং তাহার উপর তালায় তাহার উপর ক্লাসের ছাত্রেরা অধ্যয়ন করে | ব্ৰহ্মা। বরুণ! গৃহমধ্যে যত বালক দেখিতেছি, তন্মধ্যে অধিকাংশই বোধ হয় মুসলমান । এ কলেজে হিন্দু বালক খুব কম আছে নয় ? বরুণ আঞ্জে না, মুসলমান বালক খুব কম আছে, হিন্দু বালকের সংখ্যা এখানে বেশী । ব্ৰহ্মা। কেমন করে ? হিন্দু বালকের দাড়ি নাই, মুসলমান বালকগণের । দাড়ি আছে, এই হিসাবে দেখ কোন বালকের সংখ্যা বেশী হয় ? বরুণ। আপনি ও হিসাবে জাতি নির্ণয় করিতে পারেন না। আজকাল হিন্দু বালকগণের মুসলমানী ধরনে দাড়ি রাখা একটা ফাসান হইয়া পড়িয়াছে é 9रे