स्वtुधः। দেব যে, পৃথিবীর মধ্যে সেই স্থান সকলেই জানিবে” বলিয়া তাজমহল নিৰ্ম্মাণ করাইতে আরম্ভ করান। ইহার নিৰ্ম্মাণসময়ে অনেক রাজ সাহায্য করিয়াছিলেন । জয়পুরের রাজা অনেক উৎকৃষ্ট প্রস্তর দেন। সে সমস্ত ৮• ক্রোশ রাস্ত হইতে গাড়ি করিয়া আনা হয় । নারা । ইহার ভিতর আর কি আছে ? বরুণ। মুরজাহানের কন্যা আজব জা—যাহার সহিত সাজাহান বাদশার বিবাহ হয়, তাহাকেও এইস্থানে কবর দেয় । তাজের সংলগ্ন উদ্যান বড় চমৎকার । বাগানের মধ্যে যাইবার রাস্তার উভয়দিকে উৎকৃষ্ট উৎকৃষ্ট ৮৩টি জলের ফেয়ারা আছে। ইহার পূর্বদিকে অনেকগুলি মসজিদ এবং অপর দিকে অনেক ধ্বংসাবশেষ অট্টালিকার প্রাচীর ইত্যাদি দেখিতে পাওয়া যায়। এখানে একটি মাৰ্ব্বেল প্রস্তরে নির্মিত সেতু আছে। ঐ সেতু আরম্ভ হইলে সম্রাট, সাজাহান ও র্তাহার কোন কোন পুত্রের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়। এ কারণ নিৰ্ম্মাণকাৰ্য্য স্থগিত থাকে। ব্ৰহ্মা। প্রকৃত আগ্রা কোন স্থানের নাম ? বরুণ। আগ্রী যমুনার উভয় তীরে অবস্থিত । আগ্রার চক বড় চমৎকার’ বলিয়া সকলে চক দেখিতে চলিলেন। যাইবার পূৰ্ব্বে র্তাহারা শীঘমহল’ দিয়া ঘুরিয়া গেলেন। কাচ-নির্মিত প্রাসাদ দেখিয়া দেবগণ আবাক হইলেন। চকে উপস্থিত হইয়া তাহারা অসংখ্য মণি-মুক্তার দোকান এবং নানাপ্রকার দ্রব্যসামগ্রী দেখিয়া অত্যন্ত আহ্নাদিত হইলেন। দেবরাজ নিজ পৌত্রের বিবাহের সময় জুরুনীতে দিবেন বলিয়া পাচটাকা মূল্যের প্রস্তরনির্মিত একটি তাজমহল খরিদ করিলেন। ব্ৰহ্মার গুড়গুড়ির নলগুলি ইতিপূৰ্ব্বে বানরে নষ্ট করায় আগ্রায় পুনরায় খরিদ করিলেন এবং পূজা করিবার সময় বসিবেন ভাবিয়া একখানি আসনও লইলেন । নারায়ণ কয়েকখানি শতরঞ্চ ও গালচে খরিদ করিয়া লইয়া সকলে ষ্টেশনের অভিমুখে চলিলেন। বরুণ। গ্রীষ্মকালে আগ্রায় অত্যন্ত গ্রীষ্ম হয়, এমন কি 'লু চলে। ইহা একটি জেলা ; এজন্য এখানে কালেক্টরি, ফৌজদারী, জজ আদালত প্রভৃতি যাহা যাহা জেলাতে থাকা আবগুক, সকলই আছে। আগ্রার কলেজ বড় বিখ্যাত। এই কলেজ হইতে বৎসর বৎসর অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া থাকে। - מיש
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৭৫
অবয়ব