২৬ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। S) শিষ্যদের কাছে আসিয়া কহিলেন, তোমরা কি নিতান্ত শয়ন করিয়া বিশ্রাম করিব ? দেখ, সময় উপস্থিত, এবং ৪৬ মনুষ্যপুত্ৰ পাপিদের হস্তে সমপিত হন । উঠ, আমরা যাই ; যে ব্যক্তি আমাকে পরহস্তগত করিবে, দেখ, সে সমীপে অসিতেছে । ৪৭ এই কথা কহন সময়ে দ্বাদশের মধ্যে গণিত যিহুদ নামক শিষ্য প্রধান যাজকদের এবং লোকদের প্রাচীনবগের নিকটহইতে খড়গ ও যষ্টিধারি লোকসমূহকে সঙ্গে লইয়৷ ৪৮ ৰ্তাহার নিকটে উপস্থিত হইল । ঐ পরহস্তগতকারী পূর্বে তাহাদিগকে এই নিদর্শন কহিয়াছিল, আমি যাহাকে চুম্বন ৪৯ করিব, সেই ঐ ব্যক্তি, তোমরা তাহাকেই ধরিব । অতএব সে তৎক্ষণাৎ যীশুর নিকটে যাইয়া, “হে গুরো, প্রণাম!' ৫ ও বলিয় তাহাকে চুম্বন করিল । তখন যীশু তাহাকে কহিলেন, হে মিত্র, কি জন্যে আইলা ? তখন তাহারা আসিয়া যীশুর ৫১ উপরে হস্তাপর্ণ করিয়। তাহাকে ধরিল । তাহাতে যীশুর সঙ্গিদের মধ্যে এক জন হস্ত বিস্তার পূর্বক খড়গ মুক্ত করিয়া মহাযাজকের এক দাসকে আঘাত করিয়া তাহার ৫২ এক কৰ্ণ ছেদন করিয়া ফেলিল । তাহাতে যীশু তাহাকে কহিলেন, খড়গ স্বস্থানে রাখ, কেনন যে সকল লোক ৫৩ খড়গ ধারণ করে, তাহারাই খড়গদ্বারা বিনষ্ট হয় । আর পিতা যেন আমার নিকটে স্বৰ্গীয় দূতের দ্বাদশ বাহিনীহইতে অধিক প্রেরণ করেন, আমি তাহার নিকটে এই ক্ষণে এমন প্রার্থনা করিতে পারি না, তুমি কি এমন বোধ ৫ ৪ করিতেছ? কিন্তু তাহ হইলে, এই ৰূপ ঘটবে, ধৰ্ম্মপুস্তকের ৫৫ এই যে বাক্য, তাহ কি প্রকারে সিদ্ধ হইবে ? আর সেই সময়ে যীশু লোকসমূহকে কহিলেন, খড়গ ও যষ্টি লইয় আমাকে কি চোর ধরিতে আইলা ? আমি উপদেশ দিতে২ 91 -
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০১
অবয়ব