পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 মথিলিখিত সুসমাচার। [২ অধ্যায়। সংবাদ দিও; তাহাতে আমিও গিয় তাহাকে প্রণাম করিব। তখন রাজার এমত আজ্ঞা পাইয়। তাহারা প্রস্থান করিল ; ৯ তাহাতে পূৰ্ব্বদিগে থাকিয় যে তারা দেখিয়াছিল, সেই তারা তাহদের অগ্ৰে গিয়া যে স্থানে শিশু আছেন, সেই ৷ স্থানের উপরে স্থগিত হইয়। রহিল । তাহ দেখিয় তাহারা ১ • মহানন্দিত হইল; এবং গৃহমধ্যে প্রবেশ করিয়া তাহার মাত ১১ মরিয়মের সহিত সে শিশুকে দেখিয় দণ্ডবৎ হইয়া প্রণাম করিল, এবং আপনাদের ধন সম্পত্তি খুলিয়া স্বর্ণ ও কুন্দুরু ও গন্ধরস তাহাকে দর্শনীয় দিল । পরে হেরোদ রাজার ১২ নিকটে পুনৰ্ব্বার যাইতে স্বপ্নযোগে ঈশ্বরকর্তৃক নিবারিত হইলে তাহার। অন্য পথ দিয়া আপন দেশে প্রস্থান করিল। তাহারা প্রস্থান করিলে পর পরমেশ্বরের দূত স্বপ্নযোগে ১৩ যুষফকে দর্শন দিয়া কহিল, তুমি উঠিয়া শিশুকে ও তাহার মাতাকে লইয়া মিসরদেশে পলায়ন কর; এবং আমি যে পৰ্যন্ত তোমাকে সংবাদ না দিব, তাবৎ সেই স্থানে বাস করিও, কেননা হেরোদ রাজা শিশুকে বিনষ্ট করিতে অনুসন্ধান করিবে । তখন মুষক উঠিয়া রাত্ৰিযোগে শিশুকে ও ১৪ তাহার মাতাকে লইয়া মিসরদেশে প্রস্থান করিয়া হেরোদ রাজার মৃত্যু পৰ্যন্ত সেই দেশে থাকিল । তাহাতে “ আমি ১৫ “ মিসরদেশহইতে আপন পুত্রকে ডাকিলাম, এই যে কথা ভবিষ্যদ্বক্তশদ্বারা পরমেশ্বর কহিয়াছিলেন, তাহ সফল হইল । পরে হেরোদ জ্যোতির্বেত্ত্বগণহইতে আপনাকে বঞ্চিত ১৬ বুঝিয় মহাযুদ্ধ হইল, এবং জ্যোতির্বেত্ত্বগণকে সবিশেষ জিজ্ঞাসা করণেতে যে সময় নিশ্চিত হইয়াছিল, তদবধি দুই বৎসরে প্রবৃত্ত যত শিশু ঐ বৈৎলেহম্ নগরে ও তাহার সীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সে সকলকেই বধ করাইল। তাহাতে “ রামংপুরে ক্ৰন্দন ও শোক ও মহাবিলাপের ১৭ 4. "උ <