পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। ჯ ფ«*, ১৬ কারিকেই বাহির করিয়া দিলেন । অণর মন্দিরের মধ্য দিয়া কাহাকেও কোন পাত্র বহিয়া গমনাগমন করিতে ১৭ দিলেন না । এবং লোকদিগকে উপদেশ দিয়া কছিলেন, “ আমার গৃহ তাবৎ লোকদের প্রার্থনাগৃহ নামে খ্যাত “ হইবে,” ইহা কি শাস্ত্রের লিপি নহে ? কিন্তু তোমরা ১৮ তাহা দসু্যর গহবর করিতেছ। এ কথা শুনিয়া অধ্যাপকের ও প্রধান যাজকের কোন মতে র্ত হাকে নষ্ট করিতে পারে, ইহার অনুসন্ধান করিল, কিন্তু তাহার উপদেশে লোক সকল চমৎকৃত হওয়াতে তাহার। র্তাহাকে ১৯ ভয় করিল । অপর সয়ংকাল উপস্থিত হইলে যীশু নগরের বাহিরে গেলেন । ২০ পরে প্রাতঃকালে তাহার। সেই পথে যাইতেই ঐ ডু, রবৃক্ষ মূলের সহিত শুষ্ক হইয়া গেল, ইহা দেখিল । ২১ তাহাতে পিতর পূর্বকথা স্মরণ করিয়া যীশুকে কহিল, হে গুরো, দেখ, আপনি যে ভুয়ুরবৃক্ষকে শাপ দিয়াছেন, ২২ সেট। শুষ্ক হইয়া গেল । তাহতে যীশু উত্তর করিলেন, ২৩ তোমরা ঈশ্বরেতে বিশ্বাস রাখ । আমি তোম দিগকে যথার্থ কহিতেছি, কেহ যদি এই পর্বতকে বলে, তুমি সরিয়া গিয়া সমুদ্রেতে পড়, এবং এই যে কথা বলে ইহা অবশ্য ঘটিবে, মনে২ কোন সংশয় না করিয়৷ যদি এমন বিশ্বাস করে, তবে তাহার কথানুসারে তাহা ঘ২৪ টিবে । এই জন্যে তোমাদিগকে বলি, প্রার্থনার সময়ে যাহা২ আকাজক্ষা কর, তাহ যে অবশ্য পাইবা, এমত ২৫ বিশ্বাস কর, তাহাতে প্রাপ্ত হইবা । আর প্রার্থনা করিতে দাড়াইলে যদি কেহ তোমাদের বিরুদ্ধে অপরাধী থাকে, তবে তাহাকে ক্ষমা কর ; তাহ। করিলে তোমা দের স্বৰ্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করিবেন । 143