পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায়।] মাকলিখিত সুসমাচার। ○○> ৯ দন করিতে লাগিল । তখন পীলাত তাহাদিগকে কহিল, তবে কি যিহুদীয়দের রাজাকে মুক্ত করিব ? তোমাদের ১ • ইচ্ছা কি ? কেননা প্রধান যাজকেরা যে ঈর্ষ্যাভাবে ১ ১ যীশুকে সমর্পণ করিয়াছিল, তাহা সে জানিল । কিন্তু যেন বরবাকে মুক্ত করে, এই প্রার্থনা করিতে প্রধান ১২ যাজকের লোকদিগকে প্রবৃত্তি দিল । পরে পীলাত পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিল, তবে যাহাকে যিহুদীয়দের রাজা করিয়া বল, তাহাকে কি করিব ? তোমাদের ইচ্ছ। ১৩ কি ? তখন তাহারা পুনৰ্ব্বার উচ্চৈঃস্বরে বলিল, তাহাকে ১৪ ক্রুশে বিদ্ধ কর । তাহাতে পীলাত কহিল, কেন ? সে কি অপরাধ করিয়াছে ? কিন্তু তাহার। আরও অধিক চেচণ১৫ ইয়। বলিল, তাহাকে ক্রুশে বিদ্ধ কর । তাহাতে পীলাত লোকসমূহকে তুষ্ট করিতে ইচ্ছা করিয়া বরব্বাকে মুক্ত করণ পূর্বক যীশুকে কোড়া প্রহার করাইয়া ক্রুশে বিদ্ধ করিতে সমর্পণ করিল ৷ ১৬ অনন্তর সৈন্যগণ অট্টালিকাতে অর্থাৎ অধিপতির গৃহে ১৭ যীশুকে লইয়া গিয়া সেনাসমূহকে ডাকিল । পরে তাহার। র্তাহাকে কৃষ্ণলোহিতবর্ণ বস্ত্র পরিধান করাইয়। ১৮ কণ্টকনিৰ্ম্মিত মুকুট র্তাহার মস্তকে দিয়া, হে बिडूनौक्षদের রাজন নমস্কার, ইহা বলিয়। র্তাহাকে নমস্কার ১৯ করিতে লাগিল । এবং তাহার মস্তকে বেত্ৰাঘাত করিল, এবং তাহার গাত্ৰেতে খুধু দিল, এবং তাহার সম্মুখে ২ - হাটু পাতিয়া প্রণাম করিল । এই ৰূপে র্তাহাকে বিদ্রুপ করিলে পর ঐ কৃষ্ণলোহিতবর্ণ বস্ত্র খুলিয়া পুনশ্চ তাহার নিজ বস্ত্র পরিধান করাইয় তাহাকে ক্ৰশে বিদ্ধ يج করিতে বাহিরে লইয়া গেল । ২১ অপর সিকন্দর ও ৰূফের পিতা শিমোন নামে এক 161