পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y R (R ২ অধ্যায় ] লুকলিখিত সুসমাচার। $ፃom অপর সে কালে অগস্ত কৈসর রাজ্যের সমুদয় লোকের নাম লিখিয়া দিতে আজ্ঞা দিল । তদনুসারে কুরীণিয় নামে সুরিয়া দেশের শাসনকৰ্ত্তার সময়ে এই নাম লিখিয়া লইবার আরম্ভ হইল । অতএব নাম লিখিবার নিমিত্তে প্রত্যেকে আপন২ নগরে গমন করিল । তাহতে যুষকও বাগদত্ত আপন গৰ্ববতী স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্যে গালীল প্রদেশের নাসরৎ নগরহইতে যিহুদা প্রদেশের বৈৎলেহম্ নামক দাযুদের নগরে গেল, যেহেতুক সে দায়ুদ রাজের কুলজ ৬ ও বংশজাত ছিল । অপর তাহার। সেই স্থানে থাকিতেই

  • >

> え মরিয়মের প্রসব সময় সম্পূর্ণ হইলে সে ঐ প্রথম সন্তানকে প্রসব করিল । কিন্তু ঐ উত্তরণীয় গৃহে স্থানাভাব প্রযুক্ত বালককে বস্ত্রদ্বারা বেষ্টন করিয়া গোশালাতে রাখিল । অনন্তর যে২ মেষপালক ঐ প্রদেশের প্রান্তরে থাকিয়া রাত্ৰিযোগে আপন২ পাল রক্ষার্থ প্রহরি কৰ্ম্ম করিতেছিল, তাহদের নিকটে পরমেশ্বরের এক দূত আসিয়া উপস্থিত হইল, এবং চতুষ্পাশ্বে পরমেশ্বরের তেজঃ প্রকাশিত হইল ; তাহাতে তাহারা অতি শঙ্কাকুল হইলে সে चूड কহিল, ভয় করিও না, কারণ দেখ, যাহাতে তাবৎ লোকের আনন্দ হইবে, এমন সুসমাচার আমি তোমাদিগকে জানাইতেছি ; ফলতঃ অদ্য দামুদের নগরে তোমাদের নিমিত্তে ত্ৰাণকৰ্ত্ত অর্থাৎ অভিষিক্ত প্ৰভু জন্মিলেন । তোমরা সেই স্থানে গেলে বস্ত্রবেষ্টিত সেই বা লককে এক গোশালাতে শয়ন করাণ দেখিতে পাইবা, ৯৩ তোমাদের প্রতি এই চিহ্ন হইবে । দত এই কথা ক হিলে অকস্মাৎ তাহার সঙ্গে এক স্বৰ্গবাহিনী উপস্থিত 173