পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০২ লুকলিখিত সুসমাচার। [৮ অধ্যায় । পাইবে না, এমন গুপ্ত কিছুই নাই ; এবং জ্ঞাত ও প্রচারিত হইবে না, এমন লুক্কায়িত কিছুই নাই । অত- ১৮ এব তোমরা যে প্রকার শুনিতেছ, তদ্বিষয়ে সাবধান ; যাহার কাছে বাড়ে, তাহণকে আরও দত্ত হইবে ; কিন্তু যাহার কাছে বাড়ে না, তাহার বোধেতে যে যৎকিঞ্চিৎ আছে, তাহাও তাহার নিকটহইতে নীত হইবে । অপর যীশুর মাতা ও ভ্রাতৃগণ র্তাহার নিকটে আ- ১৯ ইল, কিন্তু জনতাপ্রযুক্ত র্তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিল না । পরে তোমার মাতা এবং ভ্রাতারা তো- ২৭ মার সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছাতে বাহিরে দাড়াইয়া আছে, এই সম্বাদ তাহাকে দত্ত হইলে তিনি ২১ উত্তর করিলেন, যাহারা ঈশ্বরের কথা শুনিয়া পালন করে, তাহারাই আমার মাতা এবং ভ্রাতৃগণ । পরে যীশু এক দিন শিষ্যগণের সহিত নেীকারোহণ ২২ করিয়া কছিলেন, আইস, আমরা হ্রদের ওপারে যাই ; তাহাতে তাহারা প্রস্থান করিল, কিন্তু যাইতেই তিনি নিদ্রিত হইলেন। তখন অকস্মাৎ একটি প্রবল ঝড় হ্রদে ২৩ উপস্থিত হওয়াতে নৌকা ঢেউতে আচ্ছন্ন হইলে তাহর বিপদগ্ৰস্ত হইল । তাহাতে তাহারা যীশুর নিকটে ২৪ গিয়া তাহাকে জাগ্রৎ করিয়া কহিল, হে গুরো ২ আমাদের প্রাণ যায় । তখন তিনি উঠিয়া বাতাসকে ও জলের তরঙ্গকে তর্জন করিলেন, তাহাতে উভয়ই নিবৃত্ত হইয়া নিথর হইল । এবং তিনি তাহাদিগকে ক- ২৫ ছিলেন, তোমাদের বিশ্বাস কোথায় ? তাহাতে তাহর। ভীত ও আশ্চৰ্য্যান্বিত হইয়া পরস্পর কহিল, আঃ, ইনি কেমন মানুষ । বাতাসকে ও জলকে আজ্ঞা দিলে তাছারাও ইহঁার আজ্ঞা মানে । 202