পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। *S)(。 পর ঐ গৃহের কৰ্ত্ত ক্রুদ্ধ হইয় আপন দাসকে কহিল, তুমি ত্বরায় নগরের পথে ও উপপথে গিয়া দরিদ্র ও ২২ নুলা ও খঞ্জ ও অন্ধদিগকে এ স্থানে আন । পরে সে দাস কহিল, হে প্রভো, আপনকার আজ্ঞানুসারে কৰ্ম্ম ২৩ করা গেল, তথাপি অারও স্থান আছে । তখন সে প্রভু পুনশ্চ দাসকে কহিল, রাজপথে ও বৃক্ষতলে যাইয়া আমার গৃহ পরিপূর্ণ করণার্থে লোকদিগকে আ২৪ সিতে প্রবৃত্তি দেও ! আমি তোমাদিগকে কহিতেছি, ঐ নিমন্ত্রিতদের মধ্যে এক জনও আমার এই রাত্রিভোজ্যের আস্বাদ পাইবে না । ২৫ অনন্তর অনেক লোক যীশুর সঙ্গে ২ গমন করিলে ২৬ তিনি ফিরিয়া তাহাদিগকে কহিলেন ; কেহ আমার নিকটে আসিয়া আপন মাতা ও পিতা ও স্ত্রী ও সন্তান ও ভ্রাতৃগণ ও ভগিনীবগ এবং নিজ প্রাণও, এ সকল অপ্রিয় জ্ঞান না করিলে আমার শিষ্য হইতে পরিবে ২৭ ন । এবং যে কেহ আপন ক্রুশ বহন করিয়া আমার পশ্চাদগামী না হয়, সে আমার শিষ্য হইতে পরিবে ২৮ না । দুর্গ নিৰ্ম্মাণ করিতে গেলে, কত ব্যয় হইবে, ও তাহার সমাপ্তি করিবার সঙ্গতি আছে কি না, প্রথমে বসিয়া ইহা গণনা না করে, তোমাদের মধ্যে এমন ২৯ কে আছে ? সে ভিত্তি করিয়া শেষে যদি সমাপ্তি করিতে না পারে, তবে কি জানি সকলে তাহ দেখিয়া, ৩• এই মনুষ্য ভিত্তিমূল স্থাপন করিয়া সমাপ্ত করিতে পারিল না, ইহা বলিয়। তাহাকে বিদ্রুপ করিতে আরম্ভ ৩১ করিবে । আর অন্য রাজার সহিত যুদ্ধ করিতে উদ্যত হইলে, দশ সহস্র সৈন্য লইয়া আমি বিংশতি সহস সৈন্যযুক্ত প্রতিবাদির সম্মুখে যাইতে পারিব কি না ? 235