পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। &b-> ৮ আগমণকে কিঞ্চিৎ জল পান করিতে দেও ! কেননা শিষ্যেরা খাদ্য সামগ্ৰী ক্রয় করিতে নগরে গিয়াছিল । ৯ তখন শোমিরোণীয়দের সহিত যিহুদীয় লোকদের ব্যবহার না থাকাতে সে কহিল, আমি শোমিরোণীয় স্ত্রী, তুমি যিহুদীয় লোক, কেমন করিয়া অামার স্থানে জল পান ১ • করিতে চাহিতেছ? তাহাতে ধীশু উত্তর করিলেন, ঈশ্বরের যে দান সে কেমন, আণর ‘আগমণকে জল পান করিতে দেও, তোমার কাছে যিনি এমন যাজ্ঞা করিতেছেন তিনিই বা কে, ইহা যদি জ্ঞাত হইতা, তবে তুমি তাহার নিকটে যাজ্ঞা করিত, এবং তিনি তো১১ মাকে অমৃত জল দিতেন । তখন সেই স্ত্রী কহিল, হে মহাশয়, কুপ গভীর, আর আপনকার কাছে জল তুলিবার পাত্র নাই ; অতএব ঐ অমৃত জল কোথা১২ হইতে পাইবেন ? যিনি আমাদিগকে এই কুপ দিয়াছিলেন, তিনি আপনি ও র্তাহার পরিবার ও গোমেষাদি সকলে এই কুপের জল পান করিত, এমন যে আমাদের পূর্বপুরুষ যাকুব, র্তাহাহইতে কি তুমি বড় ? ১৩ তাহাতে যীশু কহিলেন, যে কেহ এই জল পান করে, ১৪ সে পুনৰ্ব্বার তৃষ্ণাৰ্ত্ত হইবে; কিন্তু যে কেহ আমার দত্ত জল পান করে, সে অার কখন তৃষ্ণাৰ্ত্ত হইবে না ; · আমার দত্ত ঐ জল তাহার অন্তরে উনুইস্বৰূপ হইয়৷ ১৫ অনন্ত পরমায়ু পৰ্য্যন্ত উথলিয়। উঠিবে। তখন সে স্ত্রী কহিল, হে মহাশয়, তবে অামার পিপাসা যেন অণর না হয়, এবং এখানে জল তুলিতে আর বার আসিতে ১৬ ন হয়, এই জন্যে আমাকে ঐ জল দিউন । তাহাতে যীশু কহিলেন, যাও, তোমার স্বামিকে ডাকিয়া এখানে ১৭ আইস । সে স্ত্রী কহিল, আমার স্বামী নাই । যীশু 289