পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৩ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৪ অধ্যায়। যে সময়ে পিতর ও যোহন লোকদিগকে উপদেশ দিতেছিল, সেই সময়ে তাহাদের উপদেশ দেওনে এবং যীশুর দ্বারা তাবৎ মৃত ব্যক্তির উত্থান প্রকাশ করণে যাজকের ও মন্দিরের সেনাপতি এবং সিদুকিবৰ্গ ব্যস্ত হইয় তাহাদিগকে আক্রমণ করিল ; এবং তাহাদিগকে ধরিয়া দিন অবসান প্রযুক্ত পরদিবস পর্যন্ত বদ্ধ করিয়া রাখিল । তথাপি যে সমূহলোক তাহাদের উপদেশ শ্রবণ করিয়াছিল, তাহাদের মধ্যে অনেকে বিশ্বাস করাতে শিষ্যদের সংখ্যা প্রায় পাচ সহসু পুরুষ হইল । পরদিবসে অধ্যক্ষেরা ও প্রাচীনেরা এবং অধ্যাপকগণ ও হানন নামে মহাযাজক এবং কিয়ফা ও ঘোহন ও সিকন্দর ইত্যাদি মহাযাজকের জ্ঞাতি সকল যিব্ধশালম নগরেতে একত্র হইয়া প্রেরিতদিগকে মধ্যস্থানে দাড় করাইয়। জিজ্ঞাসা করিল, তোমরা কি ক্ষমতাতে বা কি নামেতে এই কৰ্ম্ম করিয়াছ ? তখন পিতর পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়া উত্তর করিল ; হে লোকদের অধ্যক্ষবর্গ, হে ইব্রায়েলের প্রাচীনের, এই দুৰ্ব্বল মনু ষ্যের প্রতি যে হিতকৰ্ম্ম করা গিয়াছে, অর্থাৎ সে কি প্রকারে সুস্থ হইয়াছে, তাহ। যদি অদ্য আমাদিগকে জিজ্ঞাস কর, তবে তাবৎ ইসায়েল লোক ও তোমরা সকলে জ্ঞাত হও, নাসরতীয় যে যীশু খ্রীষ্টকে তোমরা ক্রুশে বধ করিয়াছ, এবং র্যাহাকে ঈশ্বর কবরহইতে উঠাইয়াছেন, তাহার নামে ঐ ব্যক্তি সুস্থ হইয় তোমাদের সম্মুখে দাড়াইতেছে । গাথকেরা যে তোমরা, তোমাদের দ্বারা অবজ্ঞাত যে প্রস্তর কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল সে এই । তদ্ভিন্ন আর কাহারো হইতে পরিত্রাণ হইতে পারে না ; যাহাদ্বারা ত্ৰাণ পা 376 X o > X > R