পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । 8ᏑᎼ ৮ প্রথমে সমুদয় জগতে তোমাদের বিশ্বাস প্রকাশিত হওয়াতে আমি তোমাদের সকলের নিমিত্তে যীশু খ্ৰীষ্টের নাম লইয়া আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি । ৯ আর কোন ৰূপে যদি হইতে পারে, তবে ঈশ্বরের অনুগ্রহুেতে সম্প্রতি তোমাদের নিকটে এক বার যেন ১০ যাইবার সুযোগ পাই, এই নিমিত্তে নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়। আপন সকল প্রার্থনীতে সৰ্ব্বদা নিবেদন করিতেছি, এতদ্বিষয়ে যে ঈশ্বরের পুভ্রের সুসমাচার প্রচারদ্বারা মন দিয়া সেবা করি, ১১ তিনি আমার সাক্ষী আছেন । কেননা তোমাদের স্থির করিবার নিমিত্তে তোমাদিগকে যেন কোন পা১২ রমার্থিক দান করি, অর্থাৎ তোমাদের ও অামার বিশ্বাসেতে আমরা উভয়ে যেন শান্তিযুক্ত হই, এই জন্যে তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আমার বাঞ্ছা । ১৩ হে ভ্রাতৃগণ, অন্য২ দেশীয় লোকদের নিকটে যেমন, তদ্রুপ তোমাদের মধ্যেও যেন কোন ফল ভোগ করি, এই অভিপ্রায়ে তোমাদের নিকটে যাইতে পুনঃ২ উদ্যত হইয়াছিলাম, কিন্তু অদ্যপর্যন্ত সেই গমনে আমার বিঘ্ন হইতেছে, ইহা তোমরা যে অজ্ঞাত থাক, তাহা আমি বিহিত বুঝি না । ১৪ সভ্য কি অসভ্য, বিদ্বান কি অবিদ্বাৰু, সকলেরই ১৫ কাছে অামি ঋণী আছি । অতএব রোম নিবাসি লোক যে তোমরা, তোমাদের কাছেও সুসমাচার প্র১৬ চার করিতে আমি স্বচ্ছন্দে উদ্যত আছি । কারণ খ্রীষ্টের ঐ সুসমাচার আমার লজ্জার বিষয় নয় ; সে ঈশ্বরের শক্তিস্বৰূপ হইয়। যিহুদীয় অবধি অন্যদেশীয় লোক পৰ্যন্ত সমুদয় জাতির মধ্যে যে কেহ বিশ্বাস 481