পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-8 রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [২ অধ্যায়। কেননা তুমি ( পরকে ) দোষী করিয়াও তজপ কৰ্ম্ম করিতেছ। কিন্তু এৰূপ কৰ্ম্মকারিদের প্রতিকূলে ঈশ্বর ২ যে বিচার করেন, তাহ যথার্থ, ইহা অামরা জানি । অতএব হে মনুষ্য, তুমি যেৰূপ কৰ্ম্মকারিদের দোষ ৩ দিতেছ, আপনি যদি তদ্রুপ কৰ্ম্ম কর, তবে ঈশ্বরের দণ্ডহইতে এড়াইতে পারিবা, তুমি কি এমত বোধ করিতেছ ? এবং ঈশ্বরের অনুগ্রহ তোমার মনঃপরি- ৪ বৰ্ত্তন জন্মাইবার নিমিত্তে হয়, তাহ ন বুঝিয়া তুমি কি তাহার অসীম অনুগ্রহ ও ক্ষম ও চিরসহিষ্ণুতা হেয়ভজ্ঞান করিতেছ ? এবং কঠিন ও আখেদান্বিত ৫ অন্তঃকরণ প্রযুক্ত ঈশ্বরের যথার্থ বিচারাজ্ঞ প্রকাশিত হওনের ও ক্রোধের দিন পর্যন্ত কি আপনার জন্যে কোপ সঞ্চয় করিতেছ ? কিন্তু তিনি প্রত্যেক মনুষ্য- ৬ কে আপন২ কৰ্ম্মানুসারে প্রতিফল দিবেন ; বস্তুতঃ ৭ যাহারা ধৈর্যাবলম্বন পূর্বক সৎকৰ্ম্ম করিয়া মহিম ও সত্ত্বম ও অমরত, এই সকলের চেষ্টা করে, তাহদিগকে অনন্ত পরমায়ু দিবেন ; আর যাহারা সত্য ৮ ধৰ্ম্মকে অগ্রাহ কবিয়া বৈধৰ্ম্মের আজ্ঞাবহ হয়, এমন বিরোধিগণের প্রতি কোপ ও ক্রোধ ঘটিবে ; তাছা- ৯ তে যিহুদীয় অবধি অন্যদেশীয় পৰ্যন্ত যত কুকৰ্ম্মকারি প্রাণী হয়, সেই সকলের প্রতি দুঃখ ও যন্ত্রণ ঘটিবে ; কিন্তু যিহুদীয় অবধি অন্যদেশীয় পৰ্যন্ত যত ১· সৎকৰ্ম্মকারি লোক হয়, সেই সকলের প্রতি মহিমা ও সন্ত্রম ও শান্তির ঘটনা হইবে । ঈশ্বরের বিচারেতে পক্ষপাত নাই । কেননা যাহারা ১১ ব্যবস্থা ন পাইয়। পাপ করিয়াছে, ব্যবস্থা না পাইবার ১২ মত তাহদের বিনাশ ঘটিবে ; কিন্তু যাহার। ব্যবস্থা 484