পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৫৮৭ তোমরা অামাদিগকে গ্রাহ কর ; আমরা কাহারে ২ অন্যায় করি নাই, এবং কাহাকেও ভ্ৰষ্ট করি নাই, ৩ ও কাহাকেও বঞ্চিত করি নাই । আর তোমাদিগকে দোষী করিবার জন্যে আমি যে এ কথা কহিতেছি তাহা নয় ; তোমরা অামার এমন অন্তরঙ্গ যে তোমাদের সহিত প্রাণ ধারণ করিতে ও প্রাণ ত্যাগ করিতে প্রস্তুত আছি, এ কথা আমি পূৰ্ব্বে কহিয়াছি । তোমাদের প্রতি আমি অতি স্পষ্টৰূপে কহিতেছি, তোমাদের বিষয়ে অনেক শ্লাঘার কথা কহিতেছি ; তাহাতে আমাদের অনেক দুঃখ হইলেও অামি প্রফুল্লচিত্ত হইয়া আনন্দেতে পরিপূর্ণ আছি । মাকিদনিয়া দেশে আগমন করিলে পর বাহিরে বিরোধ ও ভিতরে মনের ভাবনা, এই প্রকার সর্বদিগে দুঃখগ্রস্থ হওয়াতে ক্ষণমাত্র আমাদের শরীরে বিশ্রাম ছিল না । কিন্তু দীন দুঃখিদের সান্থনকারী যে ঈশ্বর, তিনি তীতের আগমনের দ্বারা অামাদিগকে সান্থন দিলেন । তাহার আগমনের দ্বারা কেবল নয়, তোমাদের দৃঢ় বাঞ্ছা ও সন্তাপ এবং আমাদের প্রতি তোমাদের মনের প্রীতি দেখিয়া তীত তোমাদের দ্বার। যে প্রকার সান্থন পাইয়াছিল, আমি তাহার কাছে এই সকলের সংবাদ শুনিয়া ততোধিক আনন্দিত হইলাম । আর আমি পত্র লিখিয়া তোমাদিগকে দুঃখ দিয়াছিলাম, এই জন্যে অনুতাপ করিয়াছি বটে, কিন্তু এই ক্ষণে আর করি না ; ঐ পত্র ক্ষণেক কাল পৰ্য্যন্ত তোমাদিগের দুঃখের কারণ হইয়াছিল, ইহা দেখিলাম। তোমরা দুঃখিত হইয়াছিল, এ জন্যে আহ্নাদিত ङ्झे লাম, তাহা নহে; কিন্তু তোমাদের যে দুঃখ ছিল, 587