পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯৪ করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১০ অধ্যায়। সাহস করিতে না হয়, আমার এই মাত্র বিনয় । কেননা আমরা সংসারে অণচারী হইয়াও সাংসারিক ৩ আচারির ন্যায় সংগ্রাম করি না । ফলতঃ যে অস্ত্ৰ ৪ শস্ত্ৰ দিয়া আমরা যুদ্ধ করি, সে সাংসারিক নহে, কিন্তু দুর্গ ভাঙ্গিবার নিমিত্তে ঈশ্বরের দ্বারা প্রবল হইতেছে ; এবং তদ্বারা আমরা সকল বিতর্ক ও ৫ ঈশ্বরের তত্ত্বজ্ঞানের বিরোধি অহঙ্কারাদি যত চিন্ত৷ অাছে, সে সমস্ত উৎপাটন করিয়া খ্রীষ্টের বশীভূত করিয়া রাখি। আর তোমাদের আজ্ঞাবহন সিদ্ধ ৬ হইলে যাহারা আজ্ঞা পালন করে না, তাহাদিগকে দণ্ড প্রদান করিতে উদ্যত আছি । তোমরা কি মুখাপেক্ষা করিয়া বিচার করিতেছ । ৭ আমি খ্রীষ্টের লোক, ইহা কেহ যদি মনে২ দৃঢ় জ্ঞান করে, তবে সেই জন পুনর্বার বিচার করিয়া দেখুক, সে যেমন খ্রীষ্টের লোক, আমরাও তাদৃশ খ্রীষ্টের লোক । তাহাতে তোমাদের বিনাশের নিমিত্তে নয়, ৮ কিন্তু নিষ্ঠার নিমিত্তে প্রভু আমাদিগকে যে ক্ষমতা দিয়াছেন, তদ্বিষয়ে যদ্যপি কিছু শ্লাঘা করি, তথাপি তাহাতে লজ্জা প্রাপ্ত হইব না । আমি পত্রদ্বারা তো- ৯ মাদিগকে ভয় দেখাইতেছি, এমন বোধ তোমাদের না হউক । লোকে বলে, তাহার পত্র অতি ভারি ও ১ • সপ্রমাণ বটে ; কিন্তু সে উপস্থিত হইলে তাহার শরীর দুর্বল ও তাছার বাক্য তুচ্ছ। আমরা পত্রদ্বারা অ- ১১ সাক্ষাতে যেমন কথা কহি, সাক্ষাৎ হইলে তেমনি কাৰ্য্য করিব, তাহারা ইহা মনে করুক। যাহারা আ- ১২ পনাদের প্রতিষ্ঠা আপনার করে, তাহদের সহিত আপনাদিগকে গণনা করিতে কি তুলনা দিতে আমরা 594