পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●> 3 ইফিষীয় মণ্ডলীর প্রতি গঞ্জ । [২ অধ্যায় । তিনি তামাদের সন্ধি স্থিরকর্তী হইয়া উভয়কে এক ১৪ করিয়াছেন ; ফলতঃ সন্ধি স্থির করিয়া আপনার দ্বারা উভয়হইতে এক নূতন সৃষ্টি করণার্থে, এবং আ- ১৫ পন কুশেতে বৈরিতার নাশ করিয়া এক শরীরবলিদ্বারা ঈশ্বরের সহিত উভয়ের মিলন করণার্থে, তিনি বৈরিতাৰপ বিচ্ছেদ প্রাচীর ভঙ্গ করিয়াছেন, ১৬ অর্থাৎ কৰ্ম্মশন্ত্রের ব্যবস্থাতে যে দণ্ডাজ্ঞ সকল, তাহা আপনার শরীরদ্বারা লোপ করিয়াছেন । এবং ১৭ নিকটস্থ যে তাহারা ও দূরস্থ যে তোমরা, উভয়ের নিকটে আসিয়া মিলনসমাচার প্রচার করিয়াছেন । অতএব তাহণহইতে আমরা উভয় লোক এক আত্মা- ১৮ দ্বার পিতার নিকটে যাইবার পথ পাইয়াছি । অতএব এই ক্ষণে তোমরা ভিন্নজাতীয় ও বিদেশী ১৯ আর না হইয়। পবিত্র লোকদের প্রতিবাসী হওয়াতে ঈশ্বরের পরজন ভুক্ত হইয়াছ । আর যে গাথনির ২ • কোণের প্রধান প্রস্তর স্বৰূপ যীশু খ্রীষ্ট, এবং ভিত্তিমূলস্বৰূপ প্রেরিত ও ভবিষ্যদ্বক্তৃগণ, সেই গাথনির ভিত্তিমূলের উপরে তোমরা গ্রথিত হইতেছে ; এবং ২১ সেই কোণের প্রস্তরে তাবৎ গাথনি সুসংযুক্ত হইয়। ঈশ্বরের পবিত্র মন্দির স্বৰূপ হইয়া উঠিতেছে ; তাহাতে তোমরাও আত্মাকর্তৃক ঈশ্বরের এক আবাস ২২ হওনার্থে সংগ্রথিত হইতেছ। ৩ অধ্যায় । ১ অন্যদেশীয়দের প্রতি সুসমাচার প্রচার করিতে পৌলের নিযুক্ত হওন ও তাঁহাদের নিমিত্তে পৌলের প্রার্থনা ২০ ও ঈশ্বরের ধন্য বাদ করণ । 624