পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬৮ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [২ অধ্যায়। ষ্টের অনুগ্রহানুসারে তোমাদের দ্বারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নাম গৌরবান্বিত হইবে, এবং তোমরাও র্তাহার দ্বারা গৌরবান্বিত হইবা । ২ অধ্যায় । ১ স্থির থাকিতে পৌলের বিনয় ও পাপপুরুষের নির্ণয় ১৩ ও তাহাদের মনোনীত হওনের জন্যে ঈশ্বরের ধন্যবাদ ১৫ ও ভাহদের জন্যে প্রার্থন । হে ভ্রাতৃগণ, আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের আগমন ১ ও তাহার সমীপে আমাদের একত্র হওন বিষয়ে তোমাদিগকে এই নিবেদন করি ; খ্রীষ্টের আগমন দিন ২ অতি সন্নিকট হইয়াছে, এই কথ। যদি কেহ আমাদের নাম করিয়া কোন আত্মাস্বারা কি বাক্যদ্বারা কি পত্রদ্বারা প্রকাশ করে, তাহাতে হঠাৎ চঞ্চলমন ও উদ্বিগ্ন হইও না । কোন প্রকারে কাহাকেও তো- ৩ মাদের ভ্রান্তি জন্মাইতে দিও না ; সে দিনের পূর্বে ৪ ধৰ্ম্মলে।প উপস্থিত হইবে, এবং যে জন বিপক্ষত করিয়৷ তাবৎ দেব ও তাবৎ পৃজনীয় বস্তু অপেক্ষা আপনাকে শ্রেষ্ঠ করিয়া ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের পদে উপবিষ্ট হইয়। আপনাকে ঈশ্বরকপে প্রকাশ করিবে, এমন যে নাশের পাত্ৰ পাপপুরুষ, সে সপ্রকাশ হুইয়া উপস্থিত হইবে ; তোমাদের নিকটে থা- ৫ কন সময়ে এই যে কথা কহিয়াছিলাম, তাহা কি তোমাদের স্মরণে নাই ? আপন সময়ে পাপপুরুষের ৬ প্রকাশিত হওনার্থে এখন তাহার কি বাধা অাছে, তাহা তোমরা জ্ঞাত আছ । অপরাধের নিগুঢ় কৰ্ম্ম ৭ এই কালেও সফল হইতেছে, এবং বর্তমান বাধক যাবৎ দূরীকৃত না হইবে, কেবল সেই পৰ্যন্তই (গুপ্ত 668