বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭০ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [৩ অধ্যায়। ৩ অধ্যায় । ১ আপনার নিমিত্তে প্রার্থনা করিতে তাহাদিগের প্রতি পৌলের বিনয় ৬ ও অনাডাবহ ও অলসদের প্রতি পৌলের উপদেশ ১৭ ও পত্রের সমাপ্তি কথা । হে ভ্রাতৃগণ, অবশেষে বলি, ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে যেৰূপ চলিতেছে, এমনি অবাধিত ৰূপে যেন সৰ্ব্বত্র চলিত ও মান্য হয়, এবং অবিবেচক ও দুষ্ট লোকদের অধীনতাহইতে যেন আমরা রক্ষা পাই, আমাদের নিমিত্তে এই প্রার্থনা কর ; কেননা সকলের বিশ্বাস নাই । কিন্তু বিশ্বসনীয় যে প্রভু, তিনিই তোমাদিগকে স্থির করিয়৷ মন্দহইতে রক্ষা করিবেন । আমাদের যে সমস্ত আজ্ঞ৷ তোমরা পাইয়াছ, তদনুসারে কৰ্ম্ম করিতেছ এবং করিবা, আমরা তোমাদের বিষয়ে প্রভুতে এমন বিশ্বাস করিতেছি। ঈশ্বরকে প্রেম করিতে ও গ্রাষ্টের ন্যায় ধৈৰ্য্যাবলম্বন করিতে প্ৰভু তোমাদের মতি রাখুন । হে ভ্রাতৃগণ, আমরা প্রভূ যীশু খ্রীষ্টের নামে তোমাদিগকে এই আজ্ঞ। দিতেছি, তোমাদের যে২ ভ্রাতা আমাদের হইতে প্রাপ্ত উপদেশানুসারে আচার ব্যবহার না করিয়া অবিহিত আচরণ করে, তাহাদের প্রত্যেকহইতে পৃথক হও । কেননা কি প্রকারে আমাদের অনুকারী হওয়া তোমাদের উচিত, তাহা তোমরা জ্ঞাত অাছ । আর আমরা তোমাদের মধ্যে কোন অবিহিত আচরণ করি নাই, ও বিনামূল্যে কাহারও অন্ন ভোজন করি নাই, বরঞ্চ তোমাদের কাহাকেও কোন ভার না দিতে ক্লেশ স্বীকার পূৰ্ব্বক দিব। রাত্রি পরিশ্রম করিয়া কাৰ্য্য করিলাম ।

ইহাতে আমাদের কোন অধিকার নাই এমন নয়, 670 bア