পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > > R ১ অধ্যায়।] পি ভরের প্রথম পত্র। 8(t আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বর ধন্য : তিনি অতিশয় রুপা করিয়া মৃতদের হইতে যীশু খ্রীটের উত্থানদ্বারা অক্ষয় ও নিৰ্ম্মল ও অজর অধিকার বিষয়ে আমাদের এক জীবনদায়ক প্রত্যাশার প্রাপ্ত্যর্থে আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন । এবং শেষকালে প্রকাশ্য পরিত্রাণার্থে প্রত্যয়দ্বারা ঈশ্বরের শক্তিতে রক্ষিত হইতেছ যে তোমরা, তোমাদের নিমিত্তে ঐ অধিকার স্বগে স্থাপিত হইয়াছে । আর তোমরা তৎপ্রযুক্ত হৃষ্টচিত্ত হইয়। সম্প্রতি প্রয়োজনানুসারে কিঞ্চিৎ কালের নিমিত্তে বিবিধ পরীক্ষাতে দুঃখ সহ করিতেছ। এই ৰূপে পরীক্ষিত হইলে তোমাদের বিশ্বাস অগ্নিপরীক্ষিত ক্ষয়ণীয় স্বর্ণহইতেও বহুমূল্য হইয়। যীশু খ্রীষ্টের প্রকাশ হওন সময়ে প্রশংসার ও সস্তুমের ও গেীরবের যোগ্য হইবে । তোমরা তাহাকে না চিনিয়াও প্রেম করিতেছ ; এবং এখন না দেখিয়াও র্ত হাতে প্রত্যয় করিয়া অনিৰ্ব্বচনীয় ও স্বগীয় অ|নন্দেতে আনন্দিত হইয়া, আত্মার পরিত্রাণৰূপ যে ত্যয়ের ফল তাহা লাভ করিতে ছ । তার তোমাদের প্রতি যে অনুগ্রহ হইতেছে, তাহার প্রচারক পূৰ্ব্বকালীয় ভবিষ্যদ্বক্তৃগণ সেই পরিত্রাণ বিষয়ে চেষ্টা ও অনুসন্ধান করিয়াছিল । এবং আগামি খ্রীষ্টের দুঃখভোগ ও পশ্চাৎ গৌরবের প্রমাণদাতা ঘে তাহদের মধ্যবৰ্ত্তী খ্রীষ্টের আত্মা, তিনি কাহার । ও কোন সময়ের বিষয়ে প্রকাশ করিতেছেন, তাহ তাছার অনুসন্ধান করিয়াছিল । তাহতে ঐ বিষয়ের প্রমাণ দিতে তাহারা আপনাদের সেবক না 745 -