বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ს~oტ প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১১ অধ্যায়। শ্বরের নিগুঢ় পরামর্শ সফল হইবে । অপর পূর্ব- ৮ শ্রত আকাশবাণীর ন্যায় আমার নিকটে অর বার এই আকাশবাণী হইল, যিনি সমুদ্রের উপরে এক চরণ ও পৃথিবীর উপরে এক চরণ দিয়া দণ্ডায়মান আছেন, র্ত হার নিকটে গিয়া তাহার হস্তহুইতে অনাবৃত ক্ষুদ্র পুস্তক লও। তখন আমি সেই দূতের নিকটে গিয়া কহিলাম, ঐ ক্ষুদ্র পুস্তক অণমাকে দেও । তাহাতে তিনি কহিলেন, ‘লইয়। ভোজন কর ; ইহা উদরে তিক্তরস হইবে, কিন্তু মুখে মধুর ন্যায় সুস্বাদু লাগিবে । তখন আমি দুতের হস্তহইতে সেই ক্ষুদ্র পুস্তক লইয়া ভোজন করিলাম, তাহাতে মুখে অতি মধুর রস বোধ হইল, কিন্তু উদরে প্রবিষ্ট হইব মাত্র তিক্ত হইল । পরে তিনি আমাকে কহিলেন, ‘নানারাজ্যীয় ও নান দেশীয় ও নানা ভাষণবাদি লোকদের এবং নৃপতিবর্গের বিষয়ে তোমাকে তার বার ভবিষ্যদ্বাক্য কহিতে হইবে।” ১১ অধ্যায় । ১ মন্দিরের মাপন ও দুই সাক্ষির কথা ও তাহাদের হত হওন ও সাড়ে তিন দিনের পরে উত্থান ও স্বগে গমন ১৫ ও সপ্তম জুরীধূনি ১৯ ও স্বৰ্গীয় মন্দির খুলন। পরে পরিমাণ দণ্ডের ন্যায় এক নল আমাকে দত্ত হইলে, সে দুত দণ্ডায়মান আমাকে কহিলেন ; উঠিয়৷ ঈশ্বরের মন্দির ও তন্মধ্যস্থ সেবকগণের ও বেদির পরিমাণ কর । কিন্তু মন্দিরের বহিঃপ্রাঙ্গণ ত্যাগ কর, তাহার পরিমাণ করিও না ; কারণ তাছ। অন্য দেশীয়দিগকে দত্ত হইয়াছে ; আর তা হারা বিয়াল্লিশ মাস পৰ্য্যন্ত পবিত্র নগর পদতলে 806