২০ অধ্যায় ।] এবং তোমাদের অধীন লেবীয়েরাও অধ্যক্ষ হইবে, তোমরা সাহসে কর্ম কর, তাহাতে পরমেশ্বর মঙ্গলের জন্যে তোমাদের সহবন্ত্ৰী হইবেন। ২০ অধ্যায়। ১ ভীত যিহেtশাফটের ওপবাস পুচার করণ, ৫ ও ভtহার পুর্থনা ১৪ ও মহসীয়েলের ভবিষ্যদ্বাক্য ২০ ও যিহোশাফটের গায়কগণকে নিযুক্ত করণ, ২২ ও শযুগণকে পরাস্ত করুন, ২৬ ও জয়ী হইয় লোকদের পুতrণয়ন ৩১ ও যিহেনশাহটের সুরাজত্ব করণ, ৩৫ ও ইলীয়েম্বরের ভবিষ্যদ্বাক্যানুসারে জাহাজ অল্প হওন। * পরে মোয়াল বংশ ও অন্মোন বংশ এবং তাহাদের সহিত কএক মায়োনীয় * লোক যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করিতে আইলে কোন জন আসিয়া যিহোং শাফটকে সম্বাদ দিল, হ্রদের ওপারস্থ আরামহইতে বিস্তুর লোক তোমার বিরুদ্ধে আসিতেছে, + তাহার ও হৎসসোন-তামরে অর্থাৎ ঐনগিদীতে আছে। তাহাতে যিহোশাফটু ভীত হইয়া পরমেশ্বরের অন্বেষণ করিতে উদযোগ করিল, এবং উপবাস করিতে যিহুদার সৰ্ব্বত্র সমাচার দিল। এবং যিহুদার তাবৎ লোক পরমেশ্বরের কাছে উপকার প্রার্থনা করিতে একত্র হইল, অর্থাৎ যিহুদার তাবৎ নগর হইতে লোকেরা পরমেশ্বরের অন্বেষণ করিতে আইল । পরে ঘিহোশাফটু পরমেশ্বরের মন্দিরের নুতন প্রাঙ্গণের সম্মুখে যিহুদার ও থিরুশালমের তাবৎ মণ্ড* লীর মধ্যে দাড়াইয়া কহিল, হে আমাদের পুর্বপুরুষদের প্রভু পরমেশ্বর, তুমি কি স্বগের প্রভু নহ ও তুমি কি অন্যদেশীয়দের তাবৎ রাজ্যের উপরে কতৃতল কর না? এবস্থা তোমার হস্তুে কি শক্তি ও সকলের অনিবাৰ্য্য পরাক্রম নাই ? আমাদের ঈশ্বর যে তুমি, তুমি কি আপন ইস্রায়েল লোকদের সম্মুখহইতে এতদেশীয় লোকদিগকে দূর করিয়া আপন মিত্র ইব্রাহীমের বখশকে ৮ চিরকালের জন্যে এই দেশ দেও নাই ? আর তাহারা এই দেশে বাস করিয়া তোমার নামের জন্যে তাহার ৯ মধ্যে এক পবিত্ৰ স্থান নির্মাণ করিয়া কহিল, যদি খড়গ কিম্বা বিচারদগু কিম্বা মহামারী কিম্বা দুৰ্ভিক্ষ ইত্যাদিজন্য দুঃখ আমাদের প্রতি ঘটে, আর এই মন্দিরে তোমার নাম থাকন প্রযুক্ত এই মন্দিরের প্রতি আভিমুখ হইয়া তোমার সাক্ষাতে দাড়াইয়া দুৰ্দ্দশাগ্রস্ত হইয়া তোমার নিকটে প্রার্থনা করি, তবে তুমি তাহ শুনিয়া ** উপকার করিবা। দেখ, মিসর হইতে আগমন কালে ইস্রায়েল বংশ তোমাকর্তৃক নিষেধিত হইয়া যাহাঁদের দেশে প্রবিষ্ট না হইয়া বিনাশ না করিয়া অন্য পথে যাত্রা করিল, সেই অন্মোন বংশ ও মোয়াব বংশ ও ২ বংশাবলি। সেয়ীর পর্বতীয় লোকেরা আমাদিগকে প্রতিফল দিতেছে ; এবং দেখ, তুমি যে অধিকার ভোগ করিতে আমাদিগকে দিয়াছিল, তাহাহইতে আমাদিগকে দূর করিতে আক্রমণ করিতেছে। হে আমাদের ঈশ্বর, তুমি কি তাহাদের প্রতিকার করিব না ? অামাদের প্রতিকুলে যে সমূহলোক আসিতেছে, তাঁহাদের প্রতি প্রতিকুলাচরণ করিতে আমাদের কিছু ক্ষমতা নাই ; ও কি কৰ্ত্তব্য, তাহ জানি না ; কেবল তোমার প্রতি দৃষ্টিপাত করিতেছি। এই রূপে যিহুদার তাবৎ বালক ও স্ত্রী ও শিশু প্রভৃতি পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইল। তাহাতে মণ্ডলীর মধ্যে আসফ বংশীয় মত্তনিয়ের বৃদ্ধপ্রপৌত্র যিয়ুয়েলের প্রপৌত্র বিনায়ের পৌত্র ও সিখরিয়ের পুত্ৰ যিহসীয়েল নামে এক লেবী য়ের প্রতি পরমেশ্বরের আত্মা আবির্ভূত হইলে সে কহিল,হে যিহুদীয় ও ষিরুশালম্ নিবাসি লোক সকল, ও হে যিহোশাফট রাজ, তোমরা আমার কথাতে মনোযোগ কর ; পরমেশ্বর তোমাদিগকে এই কথ। কহেন, তোমরা এই মহাজনতাহইতে ভীত ও শঙ্কাযুক্ত হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের হয়। অতএব কল্য তোমরা তাহাদের বিরুদ্ধে যাও ; তাহারা সীস শিখরের | পথে আগমন করিতেছে ; তোমরা বিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবা। ঐ সময়ে তোমাদের যুদ্ধ করিবার আবশ্যক হইবে না, কেবল সুসজ্জ হইয়। দাড়াইয়া থাকিবা ; পরমেশ্বর কেমন উদ্ধার করবেন, তাহা দেখিবা হে যিহুদীয় ও ফিরুশালমৃস্থ লোক সকল, ভয় ও শঙ্কা না করিয়া কল্য তাঁহাদের বিরুদ্ধে যাত্র কর ; পরমেশ্বর তোমাদের সহবন্ত্ৰী হইবেন। তাহাতে যিহোশাফট মস্তক নত করিয়া ভূমিতে প্রণাম করিল, এৰা যিহদীয় ও ঘিরুশালম নিবাসি লোকেরা পরমে, শ্বরের সমুখে দণ্ডবং হইয়া পরমেশ্বরকে ভজনা করিল। এবং কিহাৰ্তীয় ও কোরহীয় ব^শ লেবীয়েরা দাড়াইয়া অতি উচ্চৈঃস্বরে ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের প্রশংসা করিতে লাগিল । পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তিকোয় বনে গেল, এবং যাওন সময়ে যিহোশাফটু দাড়াইয়া কহিল, হে विडून ७ ষিরূশালম নিবাসিরা,আমার কথা শুন ; তোমরা আপন প্রভু পরমেশ্বরেতে বিশ্বাস কর, তাহাতে তোমরা সুস্থির থাকিব ; ও তাহার ভবিষ্যদ্বক্তার কথাতে প্রত্যয় কর, তাহাতে কৃতকাৰ্য্য হইব। লোকদের সহিত এই পরামর্শ করিয়া সৈন্যের অগ্রগামী হইয়া পবিত্র আদরেতে স্তব করিতে এবং পরমেশ্বরের ধন্যবাদ কর, কেননা তাহার অনুগ্রহ নিত্যস্থায়ী ? এই LLS BBS BBS S B S S B S S B BBS SSASAS SS S BBS BS BS BS BS S0S DD DDS 00 LSS0S S B S S BBSSLLLSS S B S S S LLSSSS BB BBB LS SS L SS 0 S S0 S BB ৭ ; ৯ it—[২১] ১ ব’ ২৭ , ১-৭ । ১৬ ; ২১, ৩৪,৪ - 1 SSSSBB BBBBSS SBBSS SBBSS SBBSS BB BBBB SBS BBBBBBBS 425 ৪২৫ x
> * bo y R -