বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ఆ যদি পাপ করিয়া মনে ২ ঈশ্বরকে অস্বীকার * করিয়া থাকে ; এই জন্যে আয়ুব তাহ বৎসরে ২ করিত । ৯ এক দিন ঈশ্বরীয় লোকের পরমেশ্বরের সহিত সাক্ষাৎ করিতে উপস্থিত হইলে শয়তানও তাহাদের সহিত উপস্থিত হইল। তাহাতে পরমেশ্বর তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথাহইতে আইল ? শয়তান পরমেশ্বরকে উত্তর করিল, আমি পৃথিবীতে গমনাগমন ও ইতস্ততে ভুমণ করিয়া উপস্থিত হইলাম। ৮ তাহাতে পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসিলেন, আমার সেবক আয়ুবের প্রতি কি তোমার মন পড়িয়াছে + ? তাহার তুল্য সরল ও অকুটিল ও ঈশ্বর ভয়কারি ও কুক্ৰিয়াত্যাগি লোক পৃথিবীতে কেহই নাই। শয়তান পরমেশ্বরকে কহিল, আয়ুব কি বিনালাভে ঈশ্বরের সেবা করে ? তুমি তাহার ও তাহার পরিবারের ও তাহার সর্বম্বের চতুৰ্দ্দিগে কি বেড়া দেও নাই ? এবং তাহার হস্তগত সমস্ত কাৰ্য্য কি সফল কর নাই? এবথ পৃথিবীর মধ্যে কি তাহার সম্পত্তির বৃদ্ধি হয় নাই? কিন্তু তুমি যদি হস্ত বিস্তার করিয়া তাহার সৰ্ব্বস্ব হানি কর,তবে সে কি তোমার সাক্ষাতে তোমাকে অস্বীকার * করিবে না? তাহাতে পরমেশ্বর শয়তানকে কহিলেন, দেখ, তাহার সর্বস্বই তোমার হস্তগত আছে,কেবল তাহার প্রাণে হস্তাপর্ণ & করিও না। তাহাতে শয়তান পরমেশ্বরের নিকটহইতে বহির্গমন করিল। অপর কোন এক দিন আয়ুবের পুত্র কন্যাগণ জ্যেষ্ঠ ভাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিলে আয়ু বের নিকটে এক দূত আসিয়া এই সংবাদ দিল, বলদগণ হাল বহিতেছিল, এবং গর্দভীগণ তাহাদের পাশ্বে চরিতেছিল, ইতিমধ্যে শিবায়ীয় দমু্যদল আক্রমণ করিয়া খড়গধারে সকল ভূত্যকে নষ্ট করিয়া তাবৎ পস্তু লইয়া গেল ; কেবল আমি এক জীবিত থাকিয় তোমাকে সমাচার দিতে অইলাম। সে ইহা কহিতেছিল, ইতিমধ্যে অার এক জন আসিয়া সম্বাদ দিল, আকাশহইতে ঈশ্বরাগ্নি পতিত হইয়া তাবৎ মেষ ও মেষপালকগণ দগ্ধ করিয়া গ্রাস করিয়াছে ; কেবল তামি এক জীবিত থাকিয়া তোমাকে সমাচার দিতে অাইলাম। সে ইহা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া সম্বাদ দিল,কসদীয় তিন দস্যদল আক্রমণ করিয়া খড়গধারে দাসগণকে বধ করিয়া তাবৎ উটু লইয়া গেল ; কেবল আমি এক জীবিত থাকিয় তোমাকে সমাচার দিতে আই১৮ লাম। সে ইহা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন অসিয়া সম্বাদ দিল, তোমার পুত্ৰগণ ও কন্যার o

  • >

> → 3 R 3 * o

  • *

- a তায়ব । ーヘN ২ি অধ্যায় । অদ্য জ্যেষ্ঠ ভাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল। ইতোমধ্যে অকস্মাৎ বনের মধ্য দিয়া ১৯ এক প্রবল ঝড় আসিয়া গৃহের চতুষ্ণেকাণে লগ্ন হওয়াতে সেই যুবগণের উপরে গৃহ পতিত হইয়াছে, তাহাতে তাহার প্রাণত্যাগ করিয়াছে ; কেবল আমি এক জীবিত থাকিয়া তোমাকে সমাচার দিতে ਤੋਂਝਾ | তখন আয়ুব উঠিয়া বস্ত্র চিরিয়া ও মস্তক মুগুন পূৰ্ব্বক ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, আমি মাতার গৰ্বহইতে উলঙ্গ আসিয়াছি, ও উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব ; পরমেশ্বর দিয়াছেন, এবং পরমেশ্বর লইলেন; পরমেশ্বরের নাম ধন্য হউক । এই সকলেতেও আয়ুৰ পাপ করিল না,এবং ঈশ্বরের ২২ প্রতি দোষারোপণ করিল না । ২ অধ্যায়। ৯ শয়তানের দ্বিতীয় অপবীদ ৭ ও আয়ুকে আর ও দুঃখ দেওন ১ ও আয়ুবের আপন শ্রীর পরামর্শ অগ্নহিত করণ ১১ ও অর্ণযুবকে পুৰোগ দিতে তিন বস্তুর আণয়ন । অনন্তর অার এক দিন ঈশ্বরীয় লোকের পরমেশ্বরের ১ সহিত সাক্ষাৎ করিতে উপস্থিত হইলে শয়তানও পরমেশ্বরের সহিত সাক্ষাৎ করিতে উপস্থিত হইল। তা- ২ হাতে পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসিলেন, তুমি কোথাহইতে আইল ? শয়তান পরমেশ্বরকে উত্তর করিল, আমি পৃথিবীতে গমনাগমন ও ইতস্ততে ভূমণ করিয়া উপস্থিত হইলাম। পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসিলেন, • অামার সেবক আয়ুবের প্রতি কি তোমার মন পড়িয়াছে 1 ? তাহার তুল্য সরল ও অকুটিল ও ঈশ্বর ভয়কারি এবং কুক্ৰিয়াত্যাগি লোক পৃথিবীতে কেহই নাই; যদ্যপি তুমি অকারণে তাহাকে নষ্ট ৭া করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ, তথাপি সে এখন পর্যন্ত আপন সরলতা রক্ষা করিতেছে। তাঁহাতে শয়তান • পরমেশ্বরকে উত্তর করিল, লোক প্রাণের জন্যে প্রাণ **, বরং প্রাণের জন্যে সৰ্ব্বস্ব দিবে। কিন্তু এখন • যদি তুমি হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি ও মাথসের হানি | কর, তবে সে তোমার সাক্ষাতে তোমাকে অস্বীকার * করিবে। তাহাতে পরমেশ্বর শয়তানকে • কহিলেন, দেখ, সে তোমার হস্তগত অাছে ; কিন্তু তাহার প্রাণের বিনাশ করিও না। পরে শয়তান পরমেশ্বরের সন্মুখহইতে প্রস্থান । করিয়া আয়ুবের আপাদমস্তকে মহাজালাকারি বিসেফটিক জন্মাইল। ভাহাতে সে খাপরাদ্বারা সৰ্ব্বাঙ্গ ৮ ঘর্ষণ করিয়া ভস্মের মধ্যে বসিতে লাগিল । SBBSkS DS DDS DDS D S S DDS S B BBS SS 00 SS পি ৫ ; ৮ —[২০]অ৷ ৩৭ ; ৩০ ৷৷ [২১] ১ উী গী ৪৯ ; ১৭ ৩১ , ১ ।—[২২] প ১১, ১২ । LL BBSBBS BB S B BBS SSS LLS0KS 476 SBB BBBBBS BBB BB BBS BBS BBS BBS BBS BBS BBB BB BBS BBB ** (ই3) চন্মের অন্যে চৰ্ম্ম ।