পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের মুৰ্চ্ছাভঙ্গ । q এক জন ভাবোচ্ছ সময়ী, কবিতাশক্তি-বিশিষ্ট, ধীর-গম্ভীরপ্রকৃতি, উন্নাস ও উদ্যমযুক্ত, নবামুরাগে সদা প্রমোদিত, মৃক্ষাতিসূক্ষ শক্তি-রাজ্যের গুপ্ত গৃছে প্রবেশক্ষম, প্রসন্নচেতা, বিচিত্র রচনাবলীর অদৃষ্ঠ রচয়িতার তত্ত্বানুসন্ধিত্ব হইবে। ভারতবর্ষের প্রকৃতিই প্রথম হইতেই ভারতে মহাকবি, ধৰ্ম্মপরায়ণ, জ্ঞান-বিজ্ঞান-বেত্তা, যোগী, ও মননশীল মহাপুরুষদিগকে প্রসব করিয়াছে। যেরূপ ক্ষেত্র, সেইরূপ বীজই অম্বুরিত হইয়াছে। ভারতের প্রকৃতির ছঠ ভারতনিবাসীকে অন্য দেশবাসী অপেক্ষ অধিক বিচিত্রতামন্ত্রী সজ্জায় স্থশোভিত করিয়াছে। সকল বিষয়েরই আদিম তত্বের মূলবীজ ভারতেই বিশ্বরিত হইয়াছে। ভারতনিবাসীই আদিম মনুষ্য, আদিম শিক্ষিত, আদিম সভ্য, আদিম কবি, আদিম বিজ্ঞানবিদ, আদিম ধাৰ্ম্মিক, আদিম জ্ঞানী, আদিম যোগী, অদিম মননশীল, এবং আদিম ভগবদৃ-ভক্ত। আদিম শাস্ত্র, আদিম ভাষা, ভারতবর্ষেই প্রথম স্বপ্রচারিত হয়। . পৃথিবীতে আল্পস, অণ্টাই প্রভৃতি প্রোঙ্গ-শৃঙ্গ-রাশিযুক্ত বিশাল পর্বতমালা বিদ্যমান আছে সত্য ; ব্যাঘ্ৰ, ভয়ক প্রভৃতি শ্বাপদ-সমুহ তথায় বিচরণ করিয়া থাকে সত্য ; কিন্তু হিমগিরির ন্যায়, বিন্ধ্যাচলের স্থায়, এমন শৈল কোথায় দেখিয়াছ, যাহার গুহায় গুহায়, কন্দরে কলারে, উগবছাব-সাগরে ডুবিয়া তেজঃপুঞ্জ-কলেবর ধ্যান-স্তিমিত-নেত্র মহাযোগীগণ নিবাস করিয়া থাকেন ? সকল দেশেই বন, উপবন, মহারণ্য প্রভৃতি আছে ; কিন্তু কোন দেশের, কোন বনের তরুতলে নিবাস করিয়া হিংস্র জীবগণের