পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v9×y পরিব্রাজকের বক্তৃত। মৰ্ম্ম কুকুর বুঝিল না, তবু ছিড়িতে প্রয়াস পাইতে লাগিল ; তখন আমি আর কি করি, একটী করতালী দিলাম। কুকুর শব্দ শ্রবণে ভীত, চকিত হইয়া উঠিয়া পলায়ন করিল। ডোমের আশা পূর্ণ হইল না, সে বিরস বদনে চলিয়া গেল। সভ্য মহোদয়গণ ! ভারতীয় আর্য্য ঋষিরা দয়া করিয়া সমাজের যে বন্ধন ব্যবস্থা করিয়া গিয়াছেন, তাহ যেন অবোধ কুকুরের ন্যায় আমরা ছিড়িয়া না ফেলি। এই অধঃপতনের দিনে—শ্রোতের মুখে নাবিক-বিহীন নৌকার ন্যায়, নায়কশূন্য নাট্যশালার ন্যায়, ভারতের শোচনীয় দুর্দশার দিনে— আমাদের এই বর্তমান দুঃখ-দুৰ্ব্বলাধিকারের অশুভ দিনে— এই সমাজ-বন্ধন কাটিয়া গেলে, ক্লেশের পরিসীমা থাকিবে ন। জাতীয় গৌরবের উজ্জ্বল চিহ্ন অপগত হইবে, সামাজিক ও পারিবারিক উচ্ছ জ্বলতা আসিয়া আমাদের সমাজকে পর্যুদস্ত করিবে, সামাজিক বল সম্পূর্ণরূপে বিনষ্ট হইবে। দিগেদশের লোক আমাদিগের মুচ্ছৰ্পদশাগ্রস্ত সমাজের সংস্কারকবর্গের বর্তমান বিকট চীৎকার শ্রবণ করিয়া মনে মনে হাসিতেছে। কে আছ, ভারত-বন্ধু ! একবার 'দয়। করিয়া ভারতকে প্রকৃতিস্থ, স্বস্থ, ও সচেতন করিয়া দাও। ব্ৰহ্মাণ্ডের সমস্ত তত্ত্বের মূলবীজ যাহাতে নিহিত রহিয়াছে, সেই অনাদিকাল-সিদ্ধ অপৌরুষেয় বাণী-স্বরূপিণী শ্রুতি, মাতার ন্যায়, যে ভারতকে কল্যাণ-মার্গ প্রদুর্ণন্দ্ৰরিয়া থাকেন, যে ভারতে ধ্রুব, প্ৰহলাদ, বৃষকেতু আদি বালক, যে ভারতে সীতা, সাবিত্রী, দময়ন্তী আদি কুলাঙ্গন, যে ভারতে জনকাদি গৃহস্থ, যে ভারতে শ্রীরামচন্দ্র, যুধিষ্ঠির রাজা, যে