পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের মুৰ্চ্ছাভঙ্গ । 8Փ মহোচ্ছাসের প্রবল ধারা আনিয়া ভারতের ভূষিত কণ্ঠ সুশীতল করেন। বর্তমান ভারতে আর্য্যবংশে মহাতেজী ভগীরথের ন্যায় স্বসন্তান কি কেহ বিদ্যমান নাই-বাছার তপোবলে ব্রহ্মলোক হইতে গঙ্গার ধারা ভু-ভার হরিতে ভারতে আসিয়াছিল । মায়ের কোলের শিশুর ন্যায় একবার প্রাণ ভরিয়া ডাকিতে পারিলে, একবার মৰ্ম্মভেদী স্বরে কান্দিতে পারিলে, মনোরথ পূর্ণ হইতে পারে। আজ এই মহামুস্থিত ভারতকে হাত ধরিয়া উত্তোলন করিতে হইবে না, মুছিত ভারতের প্রাণ বাহির হয় নাই, শরীর অবসর হইয়াছে মাত্র । ভারতের কর্ণকুহরে মহাশক্তিপূর্ণ সঞ্জীবনী মন্ত্র উপদেশ করিতে হইবে। ধৰ্ম্মের ধ্বনিতে, ভগবানের অমৃতময় নাম-গুণ-সঙ্কীর্তনে, ভাগবতী শক্তির বিজয়ভেক্ট-নিনাদে একবার রণভূমি পরিপূর্ণ করিয়া দাও। মুছিত ভারত আপনিই জাগ্রত হইবে, আপনার তেজে আপনিই উঠিয়া বসিবে, আপনার প্রভাবে আপনি দাড়াইয়া উঠিবে, আপনার ভাবে আপনি মাতিয়া ভৈরব নাদে স্থঙ্কার ছাড়িবে। আবার ত্রিজগৎ পুলকে পূর্ণিত হইয়। “জয় ভারতের জয়” বলিয়া সিংহনাদ করিবে । প্রেত-তত্ত্ব-বিজ্ঞানের একখানি ইংরাজি পুস্তকে পাঠ করিয়াছিলাম যে, একজন খৃষ্টীয়-ধৰ্ম্ম-প্রচারক কোম भूथैग्न ধৰ্ম্ম-মন্দিরের উচ্চ বেদিতে বসিয়া শ্রোতৃবর্গের নিকট সারগর্তিত ধৰ্ম্ম-কথা ব্যাখ্যা করিতেছিলেন । দেখিতে দেখিতে তাহার স্বর ক্রমে বদ্ধ হইয়া আসিল, চক্ষুঃ স্থির, শরীর নিম্পন্দ, ও শ্বাস নিরুদ্ধ হইয়া গেল। অকস্মাং আসন হইতে