পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ধৰ্ম্ম-প্রচার । b~☾ সময় উপহাস করিত। কিন্তু মুষিক বলিত, ভাই বিষধর । তোমার তেজে, তোমার গর্জনে সকলেই তোমাকে প্রধান বলিয়া মানে, কিন্তু ভাই । তোমার চাল চলনটা বড় বাকী (বক্রগতি) ; তোমার চলনটা আমাদের মত সরল হইলে তোমার যে কত প্রশংসা হুইত, তাহ বলিতে পারি না। সর্প মনে মনে বুঝিল, মুষিক যাহা বলিল তাহা সত্য, কিন্তু আমি উরগ, কাজে কাজেই বাকিয়া যাইতে হয়, পাদচারী হইলে সরলভাবে যুইতে পারিতাম। আমি অশক্ত একথা মুষিককে বলিলে তো আমার মান থাকে না, এই ভাবিয়া বিষধর কপট কোপ প্রকাশ করিয়া বলিল, দেখ মুষিক ! তুমি ক্ষুদ্রজীব, আমি এখনই তোমাকে দংশন করিয়া মারিয়া ফেলিতে পারি, কিন্তু তুমি পুরাতন মিত্র বলিয়া কিছু বলিলাম না, সাবধান ! এরূপ কটু কথা অীমাকে আর কখনও বলিও না। মুষিক ভাবিল भूर्थं च८न मन] ख्य़, डांठण द'tद्र भन कग्र । আর প্রকাশ্যে বলিল, ন ভাই ! তুমি যা কর, তাই বেশ । কিছু দিন পরে সর্প কোন গৃহস্থের ঘরে প্রবেশ করিয়াছিল, তাহাদের ভূত্য তাহ দেখিয়া দওtঘাতে সপের প্রাণনাশ করিল, ও মৃত সৰ্পের লাঙ্গুল ধরিয়া হড় হড়, করিয়া টানিয়া লইয়। চলিল, মুষিক হড় হড়ানি শব্দ শুনিয়া নিজ বিবর হইতে মুখ বাড়াইয়। দেখিল, ভূত্য টানিয়া লইয়া যাওয়ায় আজ মিতা তো সোজা হুইয়াছেন, আর বলিল, ভাই বিষধর । সেই তো সোজা হইলে, কিন্তু মরণের পর ; যদি বাচিয়।