বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ অধ্যায় ।] এক বেদি নির্মাণ করিবা । * তাহা এক হস্ত দীর্ঘ ও এক হস্ত প্রস্থ চতুষ্ণেকাণ হইবে, এব^ দুই হন্ত উচ্চ হইবে, এবং তাহার উপরে চুড়া হইবে। ৩ এবং তাহার পৃষ্ঠভূমি ও চারি পাশ্ব ও চুড়া নির্মল স্বৰ্ণেতে মুড়িবা, এবং তাহার চারি দিগে স্বণের নিকাল করিবা৷ ” এবং তাহার বহনার্থক সাইঙ্গ প্রবেশ করাইতে তুমি তাহার নিকালের নীচে দুই পাশ্বের দুই কোণের নিকটে স্বর্ণের দুই ২ কড়া করিব। - এবং ঐ সাইঙ্গ শিটীম কাঠম্বারা নির্মাণ করিয়া স্বর্ণ দিয়া মুড়িব । এবং আমি যে স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, সেই সাক্ষ্যসিন্দুকের উপরিস্থ পাপাচ্ছাদনের সম্মুখে সাক্ষসিন্দুকের অগ্রস্থিত তিরস্করিণীর অগুদিগে তাহ রাখিবা৷ ” এবং হারোণ তাহার উপরে সুগন্ধি ধূপ ডবালাইবে ; প্রতি প্রভাতে প্রদীপ পরিষকার করণ সময়ে তাহার উপরে ধূপ জবালাইবে। ৮ এবং সন্ধ্যাকালে প্রদীপ জালন সময়ে হারোণ ধূপ ডবালাইবে, তাহাতে তোমাদের পুরুষানুক্রমে পরমেশ্বরের সম্মুখে নিত্য ২ : ধূপ জবালান হইবে। * তোমরা তাহার উপরে অন্য ধূপ কিম্বা হোমবলি কিম্বা ভক্ষ্য নৈবেদ্য উৎসগ করিব না, ও তাহার উপরে পেয় নৈবেদ্য ঢালিব না। ** এব^ হারোণ বৎসরের মধ্যে এক বার তাহার চুড়ার উপরে পাপার্থক প্রায়শ্চিত্তের রক্ত দিয়া প্রায়শ্চিন্তু করিবে, এবং তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে এক বার তাহার জন্যে প্রায়শ্চিন্ত করিবে ; এই বেদি পরমেশ্বরের দৃষ্টিতে অতি পবিত্র I - * ے=

    • অপর পরমেশ্বর মূসাকে এই কথা কহিলেন, *ং তুমি যখন ইস্রায়েল বংশের সRখ্যা করিতে তাহাদিগকে গণনা করিব, তখন প্রত্যেক জন পরমেশ্বরের কাছে আপন ২ প্রাণার্থে গণনাজন্য প্রায়শ্চিত্ত করিবে, পাছে তাহাদের মধ্যে গণনাজন্য ব্যাঘাত হয় t ** যে, কেহ গণনীয়ের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকলনুসারে অন্ধ শেকল দিবে বিংশতি গেরাতে এক শেকল হয় ; সেই অঙ্কশেকল পরমেশ্বরের নৈবেদ্য হইবে। ** বি২শতি বৎসর বয়স্ক কিম্বা তাহার অধিক বয়স্ক যে কেহ গণনীয়ের মধ্যে আসিবে, সে পরমেশ্বরকে ঐ নৈবেদ্য দিবে। ** তোমাদের প্রাণের জন্যে প্রায়শ্চিন্ত করাণার্থে পরমেশ্বরকে সেই নৈবেদ্য দেওন সময়ে ধনবান অন্ধ শেকলের অধিক দিবে না, এব^ দরিদ্র তাহাহইতে মুনি দিবে না। আর তুমি ইস্রায়েল বখশহইতে সেই প্রায়শ্চিত্রের রূপা লইয়া মণ্ডলীর আবাসের সেবাথে দিব, তাহ তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের নিমিত্তে

যাত্রাপুস্তক। bー(? ইসায়েল বংশের স্মরণার্থে পরমেশ্বরের সম্মখে থাকিবে । 劇 d్క

    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, ১৮ তুমি প্রক্ষালন করিতে পায়াবিশিষ্ট পিত্তলের এক প্রক্ষালনপাত্র প্রস্তুত করিব ; এব^ মণ্ডলীর আবাসের ও বেদির মধ্যস্থানে রাখিয় তাহার মধ্যে জল দিবা। ** এবথ হারোণ ও তাহার পুত্ৰগণ তাহাতে আপন ২ হস্ত ও পদ প্রক্ষালন করবে। ** যে সময়ে তাহারা মণ্ডলীর আবাসে প্রবেশ করে, তৎকালে যেন ন মরে, এই জন্যে জলেতে আপনাদিগকে ধৌত করিবে। কিম্বা যে সময়ে তাহারা অগ্নিকৃত উপহারদ্বারা পরমেশ্বরের সেবা করিতে বেদির নিকটে আইসে, তৎকালে যেন না মরে, “ এই জন্যে আপন ২ হস্ত ও পদ ধৌত করিবে ; এই বিধি তাহার ও তাহার পুত্ৰগণের পুরুষানুক্রমে থাকিবে।
  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি আপনার নিকটে উত্তম ২ সুগন্ধি দ্রব্য অর্থাৎ পবিত্র শেকলনুসারে পাঁচ শত শেকল নির্মল গন্ধরস, ও তাহার অন্ধ অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি ও আড়াই শত শেকল, সুগন্ধি বচ, ২° ও পাঁচ শত শেকল দারুচিনি ও এক হিন জিত তৈল প্রস্তুত করিব। ২° এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থে পবিত্র তৈল অর্থাৎ গন্ধবণিকের ক্রিয়াতে কৃত তৈল করিব, তাহা অভিষেকার্থক পবিত্র তৈল হইবে। ২২ তাহাতে তুমি মণ্ডলীর আবাস ও সাক্ষসিন্দুক অভিষেক করিবা, এব^ মেজ ও তাহার সকল পাত্র, ও দীপবৃক্ষ ও তাহার সকল পাত্র, ও ধূপবেদি, ** ও হোমবেদি ও তাহার সকল পাত্র, ও প্রক্ষালনপাত্র ও তাহার পায় অভিষেক করিব1 5* এই সকল বস্তু পবিত্র করিব, তাহাতে তাহা অতি পবিত্র হইবে, এবং তাহাতে যে কোন বস্তুর সপশ হয়, তাহাও পবিত্র হইবে। ** এবং তুমি হারোণকে ও তাহার পুত্রগণকে আমীর যাজনকর্ম করণার্থে অভিষেক করিয়া পবিত্র করিব। ৩ এবং ইস্রায়েল বংশকে কহিবা, তোমাদের পুরুষানুক্রমে আমার নিমিত্ত্বে তাহা অভিষেকার্থক পবিত্র তৈল হইবে। ৩ং মনুষ্যের শরীরে তাহ ঢালা যাইবে না ; এবং তাহার দ্রব্যের পরিমাণানুসারে আর কোন তৈল হইবে না ; তাহ পবিত্র, এবং তোমরা তাহা পবিত্র জানিবা । * যে কেহ তাহার মত করে, ও যে কেহ অন্যজাতীয় লোকের গাত্রে তাহার কিঞ্চিৎ দেয়, সে আপন লোকদিগহইতে উচ্ছিন্ন হইবে। - g
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লও, অর্থাৎ গুগ

, 85