বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] হও, এই জন্যে পরমেশ্বর লৌহকুণ্ডহইতে অর্থাৎ মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন। ২* এবং তোমাদের জন্যে পরমেশ্বর আমার প্রতিও ক্রুদ্ধ হইয়া এই দিব্য করিয়াছেন, তুমি যদ্দন নদী পার হইতে পাইব না; অতএব তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ অধিকার করিতে দিবেন, সেই উত্তম দেশে আমি প্রবেশ করিতে পারিব না । ** আমাকে এই দেশে মরিতে হইবে ; আমি যদার্ন নদী পার হইব না ; কিন্তু তোমরা পার হইয়া সেই উত্তম দেশ অধিকার করিব। ২৩ সাবধান হও, তোমাদের সহিত স্থিরীকৃত আপন প্রভু পরমেশ্বরের নিয়ম বিস্তৃত হইও না, ও তোমাদের প্রভু পরমেশ্বরের নিষিদ্ধ কোন মূৰ্ত্তির প্রতিমা নির্মাণ করিও না। ২° কেননা তোমাদের প্রভু পরমেশ্বর সAহারক অগ্নিস্বরূপ ; তিনি স্বগৌরবরক্ষক ঈশ্বর।

    • সেই দেশে পুত্র পৌত্ৰগণের জন্ম দিয়া বহুকাল বাস করিলে পর যদি তোমরা ভুষ্ট হইয়া কোন মূৰ্ত্তির প্রতিমা নির্মাণ কর, এবx তোমাদের প্রভু পরমেশ্বরের সাক্ষাতে র্তাহার ক্রোধজনক দুস্ক্রিয় কর । * তবে আমি অদ্য তোমাদের প্রতিকুলে স্বৰ্গ মৰ্ত্তকে সাক্ষী করিয়া কহিতেছি, তোমরা যে দেশ অধিকার করিতে যদ্দন নদী পার হইয়। যাইতেছ, সেই দেশহইতে শীঘু নিঃশেষ রূপে বিনষ্ট হইবা, তাহার মধ্যে বহুকাল অবস্থিতি করিব না, কিন্তু নির্মূলে উচ্ছিন্ন হইব।। ২১ এবং পরমেশ্বর অন্যজাতীয়দের মধ্যে তোমাদিগকে ছিন্নভিন্ন করিবেন ; যে স্থানে পরমেশ্বর তোমাদিগকে লইয়া যাইবেন, সেই অন্যজাতীয় লোকদের মধ্যে তোমরা অপসAখ্যক অবশিষ্ট থাকিবা। ৮ এবং সেই স্থানে মনুষ্যের হস্তকৃত দেবগণের, অর্থাৎ দর্শনে ও শ্রবণে ও ভোজনে ও আত্মাণে অসমর্থ কাষ্ঠ ও প্রস্তরখণ্ডের সেবা করিব । ** কিন্তু সে স্থানে থাকিয়া তোমরা আপন প্রভূ পরমেশ্বরের অন্বেষণ করিয়া তাহার উদ্দেশ পাইবা ; কেননা তোমরা তাবৎ আন্তঃকরণের সহিত ও সমস্ত প্রাণের সহিত র্তাহার অন্বেষণ করিব। - যখন তোমাদের দুঃখ উপস্থিত হইবে, ও এই সমস্ত তোমাদের প্রতি ঘটিবে, তখন সেই ভবিষ্যৎকালে তোমরা আপন প্রভু পরমেশ্বরের প্রতি ফিরিব ও তাহার বাক্য শুনিব। -- যেহেতুক তোমাদের প্রস্তু পরমেশ্বর দয়ালু ঈশ্বর ; তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন না, ও তোমাদের বিনাশ করিবেন না, এবং দিব্যদ্বারা তোমাদের পূৰ্ব্বপুরুষদের কাছে যে নিয়ম করিয়াছেন, তাহা বিস্কৃত হইবেন না।

2 л দ্বিতীয় বিবরণ। 3 * * •ং দেখ, তোমাদের অগ্রবর্বি কালাবধি অথাৎ পৃথিবীতে পরমেশ্বরকতৃক মনুষ্যের সৃষ্টিদিনাবধি এবং আকাশের এক দিগহইতে অন্য দিক পর্যন্ত সমস্ত লোককে ইহা জিজ্ঞাসা কর, এই মহাকার্যের তুল্য কার্য কি আর কখনো হইয়াছে ? কিম্বা এমত কি শুনা গিয়াছে ? “ আর কোন জাতি কি তোমাদের ন্যায় অগ্নির মধ্যে বাক্যবাদি ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে ? 45 কিম্বা তোমাদের প্রভু পরমেশ্বর মিসরদেশে তোমাদের সাক্ষাতে যে সকল কর্ম করিয়াছেন, তদনুসারে কি কোন দেবতা আসিয়া পরীক্ষা ও চিহ্ন ও লক্ষণ ও যুদ্ধ ও পরাক্রান্ত হস্ত ও বিস্তীর্ণ বাহু ও ভয়ঙ্কর মহাকর্মদ্বারা অন্য জাতির মধ্যহইতে আপনার জন্যে এক জাতি গ্রহণ করিতে উপক্রম করিয়াছে ? ** আর পরমেশ্বরই ঈশ্বর, তদৃব্যতিরেক আর কেহ নাই, ইহ যেন জ্ঞাত হওঁ, তন্নিমিত্তে ঐ সকল তোমাদের নিকটে প্রকাশিত হইল। ** তিনি উপদেশ দেওনার্থে স্বৰ্গহইতে তোমাদিগকে আপন রব শুনাইলেন, ও পুথিবীতে আপন মহাবহ্নি দেখাইলেন, এবং তোমরা অগ্নির মধ্যহইতে তাহার বাক্য শুনিল। তিনি তোমাদের পূর্বপুরুষদিগকে স্নেহ করিতেন, এবং তাহীদের পরে তাহাদের বxশকেও মনোনীত করিলেন। তিনি আপন শ্ৰীমুখ ও মহাপরাক্রমম্বারা তোমাদিগকে মিসরদেশহইতে বাহির করিয়া আনিলেন । ৮ কেননা তোমাদের অপেক্ষা বলবান ও বহুসংখ্যক অন্যজাতিদিগকে তোমাদের ತಿহইতে দূর করণপূৰ্ব্বক তাহাদের দেশে তোমাদিগকে প্রবেশ করাইয়া আদ্যকার মত অধিকারার্থে তোমাদিগকে তাহ দিতে র্তাহার মনস্থ ছিল। ৩১ অতএব উৰ্দ্ধস্থ স্বর্গে ও অধঃস্থ পূথিবীতে পরমেশ্বরই ঈশ্বর, অন্য কেহ নাই, ইহা তোমরা অদ্য জ্ঞাত হও, ও আপন ২ অন্তঃকরণে বিবেচনা কর । ** এবং তোমাদের ও তোমাদের ভাবিবংশের যেন মঙ্গল হয়, এবx তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে । ভূমি সৰ্ব্বকালের জন্যে দেন, তাহার উপরে যেন তোমাদের দীর্ঘ পরমায়ু হয়, এই জন্যে আমি তাহার যে ২ বিধি ও ব্যবস্থা অদ্য তোমাদিগকে আজ্ঞা করিলাম, তাহা পালন কর ।

  • - তৎকালে মুসা যদ্দনের সুৰ্য্যোদয়দিক স্থ পারে বধকারির আশ্রয়ার্থে তিন নগর নিশ্চয় করল। ** ফলতঃ যদি কেহ আপন প্রতিবাসিকে পূৰ্ব্বে দ্বেষ না করিয়া অজ্ঞাতে বধ করে, তবে সে তাহার মধ্যে এক নগরে পলাইয়া বাচিতে পারে । ** তাহা এই ২, রূবেণীয়দের সমভূমিস্থ অরণ্যস্থিত বেংমর, এবং গাদী•

177