২০ ও ° তাহাতে যাজক তোমাদের হস্তহইতে চুপড়ি লইয়া পরমেশ্বরের বেদির সম্মুখে রাখিবে। * এবং তোমরা আপন প্রভূ পরমেশ্বরের কাছে এই কথা কহিবা, “ এক জন মৃতকল্প আরামীয় লোক আমাদের পূৰ্ব্বপুরুষ ছিল ; সে অপ পরিবারের সঙ্গে মিসরদেশে উৰ্ত্তীর্ণ হইয় প্রবাস করিল ; এবং সে স্থানে মহৎ ও পরাক্রান্ত ও বহুপ্রজ এক জাতি হইয়া উঠিল । * পরে মিস্ট্রীয় লোকেরা আমাদের প্রতি দৌরাত্ম্য করিলে এব^ ক্লেশ ও কঠিন দাসতত্ব দিলে * আমরা আপন পৈতৃক প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করিলাম ; তাহাতে পরমেশ্বর অামাদের রব শুনিয়। আমাদের দুঃখ ও কষ্ট ও উপদ্রবের প্রতি দৃষ্টি করিলেন । ৮ এবং পরমেশ্বর পরাক্রান্ত হস্ত ও বিস্তীর্ণ বাহু ও মহাশঙ্কা এবং নানা চিহ্ন ও আশ্চর্য ক্রিয়াদ্বারা মিসরদেশহইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন। - এবং এই স্থানে আনিয়া দুগ্ধমধু প্রবাহি এই দেশ আমাদিগকে দিলেন। ** এখন, হে পরমেশ্বর, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়াছ, তাহার প্রথমজাত ফল আমি আনিলাম।” তখন তোমরা আপন প্রভূ পরমেশ্বরের সম্মুখে তাহ রাখিয় আপন প্ৰভু পরমেশ্বরের ভজনা করিবা। ** এবং তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি ও তোমাদের পরিবারের প্রতি যে ২ মঙ্গল করিয়াছেন, তাহাদ্বারা তোমরা ও লেবীয় লোক ও তোমাদের মধ্যে প্রবাসি বিদেশীয় লোক তোমরা সকলে আনন্দ করিব ।
- আর তৃতীয় বৎসরে অর্থাৎ দশমাংশের বৎসরে তোমরা আপনাদের উৎপন্ন শস্যাদির দশমাংশ পৃথক করণ সমাপ্ত করিয়া লেৰীয়কে ও বিদেশিকে ও পিতৃহীনকে ও বিধবাকে তাহ দিবা, তাহাতে তাহারা তোমাদের নগরদ্বার মধ্যে থাইয় তৃপ্ত হইবে ; ** এবং তোমরা আপন প্রভু পরমেশ্বরের সম্মুখে এই কথা কহিবা, আমরা তোমার তাবৎ আজ্ঞাপিত বাক্যানুসারে আপন ২ গৃহহইতে পবিত্র বস্তু বাহির করিয়৷ লেবায়কে ও বিদেশিকে ও পিতৃহীনকে ও বিধবাকে দিলাম ; তোমার আজ্ঞা লঙঘন করি নাই ও বিস্মৃত হই নাই ; " এবং শোকের সময়ে তাহার কিছুই ভোজন করি নাই, এবং অশুচি ব্যবহারের জন্যে তাহার কিছুই ব্যয় করি নাই, এবং মৃত লোকের উদ্দেশে তাহার কিছুই দি নাই; আমরা আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞাতে মনোযোগ করিলাম; তোমার আজ্ঞানুসারেই সমস্ত কর্ম করিলাম। * তু আপন পবিত্র নিবাস স্বৰ্গহইতে দৃষ্টিপাত কর,
200 -- দ্বিতীয় বিবরণ। [২৭ অধ্যায় । , এবx আমাদের পূর্বপুরুষদের প্রতি যে রূপ দিব্য করিয়াছ, তদনুসারে আমাদিগকে দত্ত দুগ্ধমধুপ্রবাহি দেশকে ও তোমার প্রজা ইস্রায়েল ব^শকে আশীৰ্ব্বাদ কর ।
- ১ এই যে সকল বিধি ও ব্যবস্থা পালন করিতে তোমাদের প্রভু পরমেশ্বর অদ্য তোমাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা যতনপূৰ্ব্বক আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত তাহা পালন কর । *? অার পরমেশ্বরই আমাদের ঈশ্বর হইবেন, এবং আমরা তাহার পথে চলিব ও র্তাহার বিধি ও আজ্ঞা ও ব্যবস্থা পালন করিব ও তাহার কথার মনোযোগ করিব, তোমরা পরমেশ্বরের নিকটে অদ্য ইহা স্বীকার করিলা । ৮ এবং তোমরা পরমেশ্বরের প্রতিজ্ঞানুসারে তাহার বিশেষ প্রজা ও সম্পূর্ণরূপে তাহার আজ্ঞাবহ হইবা * এবং তিনি আপনার সৃষ্ট তাবৎ জাতি অপেক্ষ তোমাদিগকে প্রশংসাতে ও যশেতে ও সম্ভমেতে শ্রেষ্ঠ করিবেন, এবং তাহার বাক্যানুসারে তোমরা আপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র প্রজা হইবা, ইহা পরমেশ্বর অদ্য স্বীকার করিলেন ।
২৭ অধ্যায়। " ১ প্রস্তুরের উপরে ব্যবস্থা লিখিতে লোকদিগকে আজ্ঞ করণ, ৫ ও বেদি নির্মাণের বিধি, ১১ এবং গিরিষী ও এবা এ দুই পৰ্ব্বতে ইস্রায়েল্ বংশের বিভক্ত হওন, ১৪ ও এবহু পৰ্ব্বতে উক্ত শাপের কথন । -
- পরে মূসা ও ইস্রায়েল বংশীয় প্রাচীনগণ লোকদিগকে এই আজ্ঞা করিল, অদ্য আমি তোমাদিগকে যে ২ আজ্ঞা করি, তোমরা তাহা পালন কর। " এবং তোমরা যখন যদ্দন নদী পার হইয় আপন প্রভু পরমেশ্বরের দত্ত দেশে উপস্থিত হইবা, তখন আপনাদের জন্যে বৃহৎ প্রস্তর স্থাপন কর, ও তাহা চূণ দিয়া লেপন কর । * এব^ তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের পূৰ্ব্বপুরুষদের কাছে আপন অঙ্গীকারানুসারে যে দুগ্ধমধুপ্রবাহি দেশ তোমাদিগকে দিবেন, তাহার মধ্যে প্রবেশ করণাথে পার হওন সময়ে তোমরা সেই প্রস্তরের উপরে এই ব্যবস্থার তাবৎ কথা লিখ ৷ ” এবণ আমি আদ্য যে প্রস্তুর বিষয়ে তোমাদিগকে এই আজ্ঞা করিলাম, সেই প্রস্তর তোমরা যদ্দন নদী পার হুইলে পর এবল পৰ্ব্বতে স্থাপন কর, ও তাহা চূণ দিয়া লেপন কর । " এবং সে স্থানে অাপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে বেদি অথাৎ প্রস্তরের এক বেদি গাঁথিবী, তাহার উপরে