বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y o করিব, এবও তোমাকে আশীৰ্ব্বাদ দিয়া তোমার নাম বিখ্যাত করিব, তাহাতে তুমি আশীৰ্ব্বাদের আকর হইব। ত যাহার তোমাকে আশীৰ্ব্বাদ করে, তাহাদিগকে আমি আশীৰ্ব্বাদ করিব ; ও যাহারা তোমাকে অভিশাপ দেয়, তাহাদিগকে অামি অভিশাপ দিব ; এবK. তোমাতে পৃথিবীর তাবৎ বখশ আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে।

  • পরে ইরাম পরমেশ্বরের এই বাক্যানুসারে যাত্রা করিল এবং লোটও তাহার সঙ্গে গেল হরিণ হইতে প্রস্থান কালে ইরামের পচাত্তর বৎসর বয়স ছিল। “ এই রূপে ইব্রাম সারী ভাযাকে ও ভুতৃিপুত্র লেটিকে এবং হরিণে অাপনাদের উপাজ্জিত ধন ও দাস দাসীগণকে লইয়া কিনান দেশে গমনার্থে যাত্রা করিয়া সেই দেশে উপস্থিত হইল।

• অনন্তর ইরাম সেই দেশ দিয়া যাইতে ২ শিথিম স্থানের নিকটস্থ মোরির উদ্যানে উত্ত্বরিল ; তৎকালে কিনানীয় লোকেরা সেই দেশে বাস করিত। * পরে পরমেশ্বর ইব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার ব^শকে এই দেশ দিব ; অতএব ইরাম সেই স্থানে দশনদাতা পরমেরের উদেশে যজ্ঞবেদি নির্মাণ করিল । ৮ পরে সে ঐ স্থান ত্যাগ করিয়া, বৈথেলের পূর্বদিগের পৰ্ব্বতে গিয়া তাম্বু স্থাপন করিল ; তাহার পশ্চিমে বৈথেল ও পূৰ্ব্বদিগে অয় নগর ছিল ; এব^ সে স্থানে পরমেশ্বরের উদ্দেশে এক যজ্ঞবেদি করিয়া তাহার নামে প্রার্থনা করিল। * তাহার পরে ইব্রাম ক্রমে ২ আরো দক্ষিণে গমন করিল।

    • অনন্তর সে দেশে দুর্ভিক্ষ হওয়াতে ইব্রাম মিসর দেশে প্রবাস করিতে যাত্রা করিল ; কেননা কিনান দেশে ভারি দুর্ভিক্ষ হইয়াছিল। ** পরে মিসর দেশে প্রবেশ করিতে উদ্যত হইলে ইব্রাম নিজ পতনী সারীকে কছিল, দেখ, তুমি দেখিতে সুন্দরী, তাহ আমি জানি। ২ এ কারণ মিস্ট্রীয় লোকেরা তোমাকে দেখিয়া আমার ভার্ষ্য জানিলে আমাকে বধ করিয়া তোমাকে জীবৎ রাখিবে। ১৩ অতএব বিনয় করি, তুমি আমার ভগিনী, এই কথা কহিও ; তাহাতে তোমার অনুরোধে আমার মঙ্গল হইবে, ও তোমাহেতু আমার প্রাণ রক্ষা পাইবে।
  • পরে ইরাম মিসরে প্রবেশ করিলে মিস্ট্রীয় লোকেরা ঐ স্ত্রীকে পরমসুন্দরী দেখিল। ** এবx ফিরেীণের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফিরেীণের সাক্ষাতে তাহার প্রশ৭সা করিল ; ** তাহাতে সেই স্ত্রী রাজার বাটীতে আনীত হইল। এব^ তাহার অনুরোধে রাজা ইব্রামকে সমাদর করিয়া তাহাকে মেষ ও গোরু ও গৰ্দ্দভ ও গৰ্দ্দভী ও উষ্ট্র এব^ দাস দাসী দিল। *? কিন্তু সেই

10 আদিপুস্তক। [১৩ অধ্যায় । সারী ইরামের ভার্য, এই জাম্যে পরমেশ্বর সপরিবারে ফিরেীণের নানা মহাক্লেশ ঘটাইলেন। ** অতএব ফিরেীণ ইরামকে ডাকিয়া কহিল, তুমি আমার সহিত এ কি ব্যবহার করিলা ? ** ঐ নারী তোমার ভার্ষ্যা, এ কথা আমাকে কেন কহিলা না ? তাহাকে আপনার ভগিনী কেম বলিল ? তাহাতে আমি তাহাকে বিবাহ করিতে লইলাম ; এখন তোমার স্ত্রীকে লইয়া চলিয়। যাও । * তখন ফিরেীণের আজ্ঞাতে ভূত্যবর্গ সৰ্ব্বস্বের সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। ১৩ অধ্যায় । ১ ইব্রামের ও লোটের মিসর হইতে গমন ও তাছাদের পালকদের বিরোধ, ১০ ও লোটের সিজোমে গমন, ১৪ ও ইব্রামের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞাদি ।

  • তদনন্তর ইব্রাম ও তাহার স্ত্রী সকল সম্পত্তি লইয়া লোটের সমভিব্যাহারে মিসর হইতে (কিনান দেশের ) দক্ষিণাঞ্চলে যাত্রা করিল । * ঐ ইব্রাম পশুতে ও স্বর্ণ রূপ্যেতে অতিশয় ধনবান ছিল। ৩ পরে সে পূৰ্ব্বযাত্রানুসারে দক্ষিণহইতে বৈথেলের দিগে যাইতে ২ বৈথেলের ও অয়ের মধ্যবৰ্ত্তি যে স্থানে পূৰ্ব্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, “ সেই স্থানে আপনার পূৰ্ব্বনির্মিত যজ্ঞবেদির নিকটে উপস্থিত হইয়া পরমেশ্বরের নাম লইয়া প্রার্থনা করিল। “ এবহ ইব্রামের সহযাত্রী যে লোট, তাহারও অনেক ২ মেষ ও গো ও তান্তু ছিল। অতএব সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহার একত্র বাস করিতে পারিল না। “ বিশেষতঃ ইব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরসপর বিরোধ হইত ; তৎকালে সেই দেশে কিনানীয় ও পিরিষীয় লোকের বসতি করিত। ৮ অতএব ইরাম লোটকে কহিল, বিনয় করি, তোমাতে ও অামাতে, এব" তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিরোধ না হউক ; কেনন আমরা পরস্পর জ্ঞাতি। ই তোমার সমুখে কি সমস্ত দেশ নাই ? বিনয় করি, তুমি আমাহইতে পৃথক হও ; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে ঘাই ; কিন্তু তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।
  • তখন লোট চকু তুলিয়া দেখিল, যদ্দন নদীর প্রান্তর সোয়র পর্যন্ত পরমেশ্বরের উদ্যানের ন্যায় সৰ্ব্বত্র সজল ও মিসর দেশের সদৃশ ; কেননা তৎকালে সিদোম ও অমোরা পরমেশ্বরকর্তৃক বিনষ্ট হয় নাই। ** অতএব লোট আপনার নিমিত্তে বদনের তাবৎ প্রান্তর মনোনীত
  • m.