বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰূতের ইতিহাস । ১ আধ্যায়। ১ দুর্ভিক্ষ প্রযুক্ত ইলীমেলকের ও তাহার স্ত্রী নয়মীর ও তাহার দুই পুত্রের মোয়াব দেশে যাওন ও মোয়াবীয় কন্যাদের সহিত বিবাহ, ৬ ও নয়মীর স্বদেশে গমন লময়ে দুই পুত্রবধূকে ন যাইতে বিনয় করণ, ১৪ ও অপার তাহা স্বীকার করণ ও রূতের তাহার সঙ্গ না ছাড়ন, ১৯ এবং নয়মীর ও রূত্তের বৈংলেহমে উপস্থিত হওন ।

  • বিচারকত্বদের কতৃর্তীকালে দেশে দুর্ভিক্ষ উপস্থিত হইলে বৈৎলেহম-যিহুদার এক জন ও তাহার স্ত্রী ও দুই পুত্ৰ মোয়াব দেশে প্রবাস করিতে গেল তাহার নাম ইলীমেলক, ও তাহার স্ত্রীর নাম নয়মী, ও তাহার দুই পুত্রের নাম মহলোন ও কিলিয়োন ; ইহার। সকলে বৈৎলেহম-যিহুদা নিবাসি ইফুর্থীয় লোক ; ইহারা মোয়াব দেশে যাইয়। সেখানে প্রবাস করিল। * পরে নয়মীর স্বামী ইলীমেলব মরিলে সে ও তাহার দুই পুত্র অবশিষ্ট থাকিল। " এব২ তাহারা অপা ও রূৎ নামে দুই মোয়ার্বীয় কন্যাকে বিবাহ করিয়া নূ্যনাধিক দশ বৎসর পর্যন্ত সেই স্থানে প্রবাস করিল । * পরে ঐ মহলোন ও কিলিয়োন দুই জনই মরিলে নয়মী পতি ও দুই পুত্ৰ বিহীন হইল।
  • অপর পরমেশ্বর আপনি লোকদের তত্তবানুসন্ধান কfরয় তাহাদিগকে খাদ্য দ্রব্য দিয়াছেন, এই কথা মোয়াব দেশে শুনিয়া সে আপন পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া মোয়াল দেশহইতে যাত্রা করিতে উঠিল। " সে ও তাহার দুই পুত্রবধু বাসস্থানহইতে প্রস্থান করিয়া যিহুদা দেশে ফিরিয়া যাইতে পথে যাইতেছে, ৮ ইতিমধ্যে নরমী দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন ২ মাতার বাটীতে ফিরিয়া যাও ; তোমরা মৃতদের প্রতি ও আমার প্রতি যে রূপ দয়া করিয়াছ, পরমেশ্বর তোমাদের প্রতি তদ্রুপ দয়া করুন। তোমরা উভয়ে যেন আপন ২ স্বামির বাটীতে বিশ্রাম পাও, পরমেশ্বর এই আশীৰ্ব্বাদ করুন ; পরে সে তাহাদিগকে চুম্বন করিল। তাহাতে তাহার উচ্চৈঃস্বরে রোদন করিয়া তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে যাইব । ** নয়মী কহিল, হে অা

26% মার কন্যারা, তোমরা আমার সহিত কেন যাইব ? ফিরিয়া যাও ; তোমাদের স্বামী হইবার জন্যে এখনো কি আমার গৰ্ত্তে সন্তান আছে :** হে আমার কন্যারা, ফিরিয়া বাও, কেনন। আমি বৃদ্ধ, পুনরায় বিবাহ করিতে পারি না ; অrর আমার ভরসা আছে, ইহা বলিয়া ঘদি অদ্য রাত্রিতে স্বামগুহণ করিয়া সন্তান প্রসব কর, ** তবে তোমরা কি তাহাদের বয়ঃপ্রাপ্ত হওয়৷ পয্যন্ত অপেক্ষা করিব ? তোমরা কি তজন্যে স্বামিগুহণ করিতে নিবৃত্ত হইবা ? হে আমার কন্যাগণ, তাহ নয়, আমার ক্লেশ তোমাদের অসহ্য হয় ; কেননা পরমেশ্বরের হস্ত আমার বিরুদ্ধে বাহির হইয়াছে।

    • পরে তাহারা উচ্চৈঃস্বরে পুনৰ্ব্বার ক্ৰন্দন করিল, এবং অপা আপন শ্বশ্রাকে চুম্বন করিয়া বিদায় হইল, কিন্তু রূৎ তাহার সঙ্গ ছাড়িল না । * তাহাতে সে কহিল, ঐ দেখ, তোমার দেবরপতনী আপন লোকদের ও আপন দেবগণের নিকটে ফিরিয়া গেল, তুমিও আপন দেবরপতনীর পাছে ২ ফিরিয়া যাও । ** কিন্তু রূং কহিল, তোমাকে ত্যাগ করিয়া তোমার অনুগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে বিনয় করিও না ; তুমি যথা যাইবা, আমিও তথ। যাইব । এবং তুমি যথা থাকিব, আমিও তথা থাকিব ; তোমার লোকই আমার লোক, এব^ তোমার ঈশ্বরই আমার ঈশ্বর । ** এবং তুমি যে স্থানে মরিব, আমিও সেই স্থানে মরিব ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইব ; কেবল মৃত্যু ব্যতিরেকে আর কিছুহইতে যদি তোমাতে আমাতে বিচ্ছেদ হয়, তবে পরমেশ্বর অমুক ও ততোধিক দও দিউন । ** পরে তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, ইহা দেখিয়া সে তাহাকে আর কিছু কহিল না।
    • অপর তাহার। দুই জন বৈংলেহমে উপস্থিত হওন পর্যন্ত গমন করিল । যখন বৈৎলেহমে উপনীত হইল, তখন তাহীদের বিষয়ে তাবৎ নগরে জনরব হইলে স্ত্রীলোকের জিজ্ঞাসিল, ইনি কি নয়মী ? * ° তাহাতে সে উত্তর করিল, আমাকে নয়মী (সুখিনী) কহিও না, বর ২ মারা (দুঃখিনী ) কহিয়া ডাক, কেননা সৰ্ব্বশক্তিমান আমার প্রতি অনেক দুঃখ ঘটা