বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায়।] খড়গ বা বড়শা ছিল না, কেবল শৌলের ও তাহার পুত্ৰ যোনাথনের হন্তে ছিল। ২৩ পরে পিলেষ্টীয়দের এক দল সৈন্য মিকমসের ঘাটে বাহির হইয়া আইল । ১ 8 অধ্যায়। ১ পিলেষ্টীয়দের সৈন্যদলের প্রতি যোনীখনের আকমণ, ৪ ও সৈন্যদলের পরাজয়ের কথা, ১৯ ও পরাস্ত লোকদের পশ্চাৎ যাইতে লোকদের একত্র হওন, ২৪ ও শৌলের শপথ ও ধোনাথনদ্বারা তাছার লঙ্ঘন, ৩১ ও রক্রের সহিত মাংস ভোজনে লোকদের দোষের কথা, ৩৬ ও লোকদের দ্বারা যোসীথলের রক্ষা, ৪৬ ও শৌলের নাম কর্ম, ৪৯ ও শেীলের বংশাবলি ।

  • এক দিবস শৌলের পুত্ৰ যোনাথন আপন অস্ত্রবাহক যুবকে কহিল, আইস, আমরা চলিয়া ওদিগে স্থিত পিলেষ্টীয়দের সৈন্যদলের নিকটে ষাই ; কিন্তু সে এই কথা আপন পিতাকে জ্ঞাত করিল না । ২ তৎকালে শেীল গিবিয়ার প্রান্তভাগে মিগ্রোণস্থ এক দাড়িম্ব বৃক্ষের তলে ছিল, এব^ তাহার সঙ্গে প্রায় ছয় শত লোক ছিল । ৩ সেই সময়ে যে এলি শীলোতে পরমেশ্বরের যাজক হইয়াছিল, তাহার প্রপৌত্র পীনিহসের পৌত্র ঈখাবোদের ভাত অহাঁটুবের পুত্র যে অহিয় সে এফোদৃ বস্ত্ৰধারী ছিল ; এবং যোনাথন যে বাহির হইয়া গিয়াছে, এ কথা লোকেরা অবগত ছিল না।
  • অপর যোনাথন যে ঘাট দিয়া পিলেষ্টীয়দের সৈন্যদলের নিকটে যাইতে চেষ্টা করিল, সেই ঘাটের মধ্যস্থলে এক পাশ্বে শৃঙ্গাকার এক পৰ্ব্বত, এবং অন্য পাশ্বে শৃঙ্গাকার অন্য পৰ্ব্বত ছিল ; তাহার একের নাম বোৎসেস ও অন্যের নাম সেনি। * তাহার মধ্যে এক স্তন্ডাকৃতি শৃঙ্গ মিকমসের অভিমুখ উত্তর দিগে, ও দ্বিতীয় গিবিয়ার অভিমুখ দক্ষিণ দিগে ছিল। পরে ঘোনাথন আপন অস্ত্রবাহক যুবকে কহিল, আইস, আমরা পার হইয়া ঐ অfচ্ছন্নতত্ত্বকদের সৈন্যদলের নিকটে যাই ; হইতে পারে পরমেশ্বর আমাদের সাহায্য করিবেন ; কেননা অনেকের দ্বারা কিম্বা অপের দ্বারা উদ্ধার করা পরমেস্বরের দুঙ্কর নহে। " তাহাতে তাহার অন্ত্রবহিক কহিল, তোমার মনে যাহা লয়, সে সকল কর । অগ্রসর হও, আমি তোমার মনের বা"ানুসারে তোমার সহিত আছি। ৮ তাহাতে ষোনাথন কহিল, দেখ, আমরা চলিয়। এই লোকদের নিকটে যাইয় আপনাদিগকে প্রকাশ করি। - তাহাতে তাহারা যদি আমাদিগকে কহে, যাবৎ আমরা তোমাদের নিকটে না আইসি, তাবৎ বিলম্ব কর ; তবে আমরা আপনাদের

2 o ১ শিমুয়েল। २ ध्र-> স্থানে থাকিব, তাহাঁদের কাছে উঠিয়া যাইব না। ** কিন্তু আমাদের নিকটে উঠিয় আইস, এমত কথা যদি কহে, তবে আমরা উঠিয় যাইব, কেননা পরমেশ্বর আমাদের হস্তে তাহাদিগকে সমপর্ণ করিবেন ; আর ইহা অামাদের চিহ্ন হইবে পরে তাহারা দুই জন পিলেষ্টীয়দের সৈন্যদলের নিকটে আপনাদিগকে দেখাইলে পিলেষ্টীয়েরা কহিল, ঐ দেখ, ইন্দ্রীয় লোকেরা যে ২ গর্বে লুককায়িত ছিল, তাহাহইতে এখন বাহির হইতেছে। - ২ অপর সেই সৈন্যদলের লোকেরা যোনাথনকে ও তাহার অস্ত্রবাহককে কহিল, আমাদের নিকটে উঠিয় আইস, আমরা তোমাদিগকে কিছু জানাইব। তাহাতে যোনাথন আপন অস্ত্রবাহককে কহিল, ভূমি আমার পশ্চাৎ আইস, পরমেশ্বর ইহাদিগকে ইস্রায়েলের হস্তগত করবেন। -- পরে যোনাথন হস্তপাদদ্বারা উপরে উঠিয়া গেল, এবং তাহার অস্ত্রবাহক তাহার পশ্চাৎ গেল ; তাঁহাতে লোকেরা যোনাথনের অগ্লে ২ পতিত হইতে লাগিল, এব^ তাহার অস্ত্রবাহক তাহার পশ্চাৎ বধ করিতে লাগিল। ** যোনাথনের ও তাহার অস্ত্রবাহকের এই যুদ্ধে প্রথমে এক যোড়া বলদের চাস যোগ্য এক বিঘার অন্ধেক ভূমিতে প্রায় বিংশতি ভান হত হইল। ** তাহাতে ক্ষেত্ৰস্থ শিবির মধ্যে ও তাবৎ লোকের মধ্যে কম্প হইল, এবং সৈন্যদল ও লুটকারিরাও কম্পাস্থিত হইল, ও ভূমিকম্প হইল, এই রূপে ঈশ্বরমহাত্রাস হইল। ** এবং শত্বসমূহ ভীত হইয়া ছিন্নভিন্ন হইয়া যাইতেছে, ইহা বিন্যাr মীনের গিবিয়াস্থিত শৌলের প্রহরিগণ দেখিল । * * তখন শৌল আপন সঙ্গি লোকদিগকে কহিল, আমাদের মধ্যহইতে কে গিয়াছে ? তাহা গণনা করিয়া দেখ ; পরে তাহারা লোকদিগকে গণনা করিলে যোনাথন ও তাঁহার অস্ত্রবাহক নাই, ইহা দেখা গেল। ** সেই সময়ে ঈশ্বরের সিন্দুক ইসুয়েল বংশের মধ্যে ছিল, অতএব শৌল আহিয়কে কহিল, ঈশ্বরের সিন্দুক এই স্থানে আন ।

    • অপর শেীল যাজকের সহিত কথা কহিতেছিল, ইত্যবসরে পিলেষ্টীয়দের সৈন্যমধ্যে উত্তরোত্তর কোলাহল বৃদ্ধি পাইতে লাগিল ; তাহাতে শৌল যাজককে কহিল, নিবৃত্ত হও । * * পরে শেীল ও তাহার সঙ্গি লোকেরা একত্র হইয়া যুদ্ধ করিতে গমন করিল ; তাহাতে শত্ৰু গণ পরমপর খড়গাঘাত করাতে মহাকোলাহল হইতেছে, ইহা দেখিল বিশেষতঃ যে সকল ইত্ৰীয় লোক পূৰ্ব্বে চতুৰ্দ্দিকস্থ দেশহইতে আসিয়া পিলেষ্টীয়দের সহিত শিবিরে ছিল;

g 28H