বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని তাহাতে তাহারা দ্বার খুঁজিতে ২ পরিশ্রান্ত হইল। ** পরে ঐ ব্যক্তিরা লেটিকে কহিলেন, এই স্থানে তোমার আর কে ২ আছে ? পুত্র ও কন্যা ও জামাতাদি তোমার যত লোক এই নগরে আছে, সে সমস্তকে এই স্থানহইতে লইয়া যাও। ** কেননা আমরা এই স্থানকে উচ্ছিন্ন করিব ; পরমেশ্বরের সাক্ষাতে এই নগরের বড় ধ্বনি উঠিয়াছে, অতএব পরমেশ্বর তাহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন। * তখন লোটু বাহিরে গিয়া তাহার কন্যাদিগকে বিবাহ করিতে উদ্যত আপন জামাতাদিগকে কহিল, উঠ, এ স্থানহইতে বাহির হও, কেননা পরমেশ্বর এই নগরকে উচ্ছিন্ন করিবেন ; কিন্তু জামাতা সকল উপহাসকারির ন্যায় তাহাকে বোধ করিল। ** অপর প্রভাত হইলে সেই দূতের লোটকে সতীর করিয়া কহিলেন, উঠ, তোমার যে স্ত্রী ও যে দুই কন্যা এখানে আছে, তাহাদিগকে লইয়া যাও, পাছে নগরের দণ্ডে বিনষ্ট হও। ** এবং সে বিলম্ব করিলে তাহার প্রতি পরমেশ্বরের স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও দুই কন্যার হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়। রাখিলেন। " এই রূপে তাহাদিগকে বাহির করিয় তাহাদের এক ব্যক্তি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন কর, পশ্চাদিগে দৃষ্টি করিও না, এই সমস্ত প্রান্তরের মধ্যেও থাকিও না ; পৰ্ব্বতে পলায়ন কর, পাছে বিনষ্ট হও। ১৮ তাহাতে লেটি উত্তর করিল, হে আমার প্রভো, এমন না হউক ** অাপনি এখন এই ভূত্যের প্রতি অনুগ্রহ করিয়া মহাদয় প্রযুক্ত আমার প্রাণ রক্ষা করিলেন ; কিন্তু আমি পৰ্ব্বতে পলায়ন করিতে পারি না ; কি জানি, বিপদ ঘটিলে আমি মরিব। ২° দেখুন, পলায়ন করিতে ঐ নগর নিকটবৰ্ত্তী, তাহা ক্ষুদ্র স্থান ; তথায় পলাইতে আজ্ঞা করুন, তাহাতে আমার প্রাণ বাচিবি ; তাহ কি ক্ষুদ্র স্থান নয় তাহাতে তিনি কহিলেন, ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া ঐ যে নগরের কথা কহিলা, তাহ উৎপাটন করিব না। শীঘু সে স্থানে পলায়ন কর, কেননা তুমি ঐ স্থানে না পন্থছিলে আমি কিছু করিতে পারি না । সেই হেতুক ঐ স্থানের নাম সোয়র (ক্ষুদ্র) হইল। ২৩ অনন্তর পৃথিবীতে সূৰ্য্য প্রকাশ হইলে লোট সোয়রে প্রবেশ করিতেছিল, ২° এমন সময়ে পরমেশ্বর আপনার নিকটহইতে অর্থাৎ আকাশহইতে সিদোমের ও আমোরার উপরে সগন্ধক অগ্নি বর্ষণ করিয়া “ সেই সমুদয় নগর ও প্রান্তর ও তন্নিবাসি লোক, ও সেই ভূমিতে জাত তাবৎ বস্তুকে উৎপাটন করিলেন। ২১ ঐ 16 আদিপুস্তক। "[২৪ অধ্যায় । সময়ে লোটের স্ত্রী পশ্চাদিগে দৃষ্টি করাতে লবণস্তম্ভ হইল । -

    • অপর ইব্রাহীম প্রত্যুষে উঠিয়া পূৰ্ব্বে যে স্থানে পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইয়াছিল, তথায় উপস্থিত হইয়া ২৮ সিদোমের ও আমোরার প্রতি ও সেই প্রান্তরের সমস্ত অঞ্চলের প্রতি অবলোকন করিয়া দেখিল, সেই দেশহইতে অগ্নিকুণ্ডের ধূমের ন্যায় ধুম উঠিতেছে। ২১ কিন্তু সেই প্রান্তরস্থিত তাবৎ নগরের বিনাশ কালে ঈশ্বর ইব্রাহীমকে স্মরণ করিয়া যে ২ নগরে লোট বাস করিত, সেই ২ নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্যহইতে লেটিকে বিদায় করিলেন ।
    • তদনন্তর সোয়রে বাস করিতে ভীত প্রযুক্ত লোট ও তাহার দুই কন্যা সোয়রহইতে প্রস্থান করিয়া পৰ্ব্বতে থাকিল ; ফলতঃ সে ও তাহার দুই কন্যা প্ৰহামধ্যে বসতি করিল। ** অপর তাহার জ্যেষ্ঠা কন্যা কনিষ্ঠাকে কহিল, আমাদের, পিতা বৃদ্ধ, এবং জগৎ সম্প্রসারের ব্যবহারানুসারে আমাদিগেতে উপগত হইতে এ দেশে কোন পুরুষ নাই। “ আইস, আমরা পিতাকে রস পান করাইয়। পিতার বংশ রক্ষার্থে তাহার সহিত শয়ন করি। ** অতএব তাহার সেই রাত্রিতে আপন পিতাকে দ্রাক্ষারস পান করাইলে তাহার জ্যেষ্ঠা কন্যা পিতার সহিত শয়ন করিতে গেল ; কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওন লোটু টের পাইল না। * অপর পরদিনে সেই জ্যেষ্ঠা কনিষ্ঠাকে কহিল, দেখ, গত রাত্রিতে আমি পিতার সহিত শয়ন করিয়াছিলাম ; আইস, আমরা আদ্য রাত্রিতেও পিতাকে দ্রাক্ষারস পান করাই ; তাহাতে পিতার বখশ রক্ষার্থে তুমি যাইয় তাহার সহিত শয়ন কর । * অতএব তাহারা সেই রাত্রিতেও পিতাকে রস পান করাইল ; পরে তাহার কনিষ্ঠা কন্যা উঠিয়া তাহার সহিত শয়ন করিল ; কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওন লোট টের পাইল না। -- এই রূপে লোটের দুই কন্যাই আপন পিতাহইতে গৰ্ত্তবর্তী হইল। ** পরে জ্যেষ্ঠ কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম মোয়াব রাখিল ; সে এখনকার মোয়াবীয় লোকদের আদিপিতা । ৩৮ এবং কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করিয়া তাহার নাম বিনষ্মি রাখিল, সে এখনকার অন্মোনীয় লোকদের আদিপিতা ।

২০ অধ্যায় । + ইব্রাহীমের অlপন স্ত্রীকে.ভগিনী কথনে অবীমেলক কতুক তাছার শ্রীর গৃহীত হওন ও স্বপ্নযোগে ঈশ্বর কর্তৃক অনুযুক্ত হইয়া ইব্রাহীমের শ্রীকে ফিরিয়া দেওন ।

  • অনন্তর ইব্রাহীম তথাহইতে দক্ষিণ দেশে যাত্রী