বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^S) ob লোক উচ্চস্থানে হত হইল। হায় ! বীরগণ পতিত হইল। ২ * ইহা গাতে কহিও না, ও অস্কিলোনের পথে প্রকাশ করিও না ; নতুবা পিলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করিবে, ও আচ্ছিন্নতত্ত্বকদের কন্যাগণ উল্লাস করিবে। & * হে গিলবোয়ের পৰ্ব্বতগণ, তোমাদের উপরে শিশির পতন ও বর্ষণ ও উপহারজনক ক্ষেত্র আর না হউক ; কেনন তোমাদের উপরে বীরদের ঢাল অর্থাৎ শেীলের ঢাল অনভিষিক্তের ঢালের ন্যায় কুৎসিত রূপে নিক্ষিপ্ত হইল। ** যোদ্ধাদের রক্ত ও বীরদের মেদ না পাইলে যোনাথনের ধনুক কখনো নিবারিত হইত না, ও শৌলের খড়গও নিষফল হইয়। ফিরিয়া আসিত না । ২৩ শৌল ও যোনাথন জীবদ্দশাতে পরস্পর প্রিয় ও মনোহর ছিল, এবK মরণকালেও তাহাদের বিচ্ছেদ হইল না ; তাহারা উৎক্রোশ পক্ষি অপেক্ষা বেগবান ও সিংহ অপেক্ষা বলবান ছিল। ২° হে ইস্রায়েলের কন্যাগণ, তোমরা শৌলের জন্যে ক্ৰন্দন কর, কেননা সে কৃমিজ বর্ণেতে ও রমণীয় দ্রব্যেতে তোমাদিগকে ভূষিত করিত, ও বস্ত্রোপরি স্বর্ণালঙ্কার পরিধান করাইত। “ হায়! যুদ্ধের মধ্যস্থানে বীরগণ পতিত হইল ; হায় ! উচ্চস্থানে যোনাথন হত হইল। - হে আমার ভুতি যোনাথন, তোমার জন্যে আমি ব্যাকুল হইলাম ; তুমি আমার অতি হর্ষজনক ছিলা, ও স্ত্রীলোকদের প্রেম অপেক্ষা তোমার প্রেম আমার পক্ষে বিলক্ষণ ছিল। হায়! বীরগণ পতিত হইল, ও তাহাদের যুদ্ধাস্ত্র বিনষ্ট হইল। ২ অধ্যায় । ১ ঈশ্বরের আদেশে হিরোণে যাইয়া দায়ুদের রাজ হওন, ৫ ও যাবেশ-গিলিয়দীয় লোকদের প্রশংসা করণ, ৮ ও ঈশ্ববোশতের রাজা হওন, ১২ ও ষোয়াব ও অবনেরের যুব লোকদের যুদ্ধ, ১৮ ও আলাহেলের মৃতু্য, ২৫ ও অবমেরের কথাতে যোয়াবের ফিরণ, ৩২ ও অসাহেলের কবর দেওন।

  • পরে দায়ুদ পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিল, আমি কি যিহুদার কোন এক নগরে যাইব ? পরমেশ্বর কহিলেন, যাও । পরে দায়দ জিজ্ঞাসিল, কোন স্থানে যাইব ? তিনি কহিলেন, হিরোণে যাও। তাহাতে দায়ুদ ও তাহার ভাৰ্য্য। অর্থাৎ যিন্ত্রিয়েলীয়া অহীনোয়ম ও কমিলীয় মৃত নাবলের ভার্ষ্য অবৗগয়িল সেই স্থানে গমন করিল। ৩ এবং দামূদ প্রত্যেকের পরিজনের সহিত আপন সঙ্গিগণকেও লইয়া গেল, তাহাতে তাহার হিরোণের সকল নগরে বাস করিল। * পরে যিহুদার লোকের আসিয়৷ সেই স্থানে দায়ুদকে যিহুদী বংশের উপরে রাজ্যপদে অভিষেক করিল।

304 ২ শিমুয়েন্ত্র। [২ অধ্যায় । পরে যাবেশ-গিলিয়দের লোকের শৌলের কবর দিয়াছে, এই কথা দায়ুদকে সAবাদ দিলে * দায়ুদ যাবেশ-গিলিয়দের লোকদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিল, তোমরা পরমেশ্বরেতে ধন্য, কেননা তোমরা আপন প্ৰভু শৌলের প্রতি এই দয়া করিয়া তাহার কবর দিয়াছ । * অতএব পরমেশ্বর তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করিবেন ; এবং তোমরা এই কর্ম করিয়াছ, এই জন্যে আমিও তোমাদের প্রতি অনুগ্রহ করিব। " এখন তোমাদের হস্ত সবল হউক, ও তোমরা বলবান হও, কেননা তোমাদের প্রভু শৌল মরিয়াছে ; আর যিহুদবিশি আপনাদের উপরে আমাকেই রাজ্যপদে অভিষিক্ত করিল।

  • অনন্তর নেরের পুত্র অবনের নামক শৌলের সেনাপতি শৌলের পুত্র ঈশ্ববোশৎকে মহনয়িমে লইয়া গিয়া • গিলিয়দের ও অশূরীয়দের ও যিন্ত্রিয়েলের ও ইফুয়িমের ও বিন্যামীনের ও সমস্ত ইসুয়েল বংশের উপরে রাজ করিল। ** শৌলের পুত্র ঈশবোশৎ চল্লিশ বৎসর বয়সে ইসায়েলের উপরে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া দুই বৎসর রাজতন্ত্ৰ করিল, কেবল যিহুদা বখশ দায়ুদের পশ্চাদগামী ছিল। * তাহাতে দায়ুদ হিরোণে যিহুদী বংশের উপরে সাত বৎসর ছয় মাস রাজত্ব করিল।
    • পরে নেরের পুত্র অবনের এবং শৌলের পুত্র ঈশবোশতের দাসগণ মহনয়িমহইতে গিৰিয়োনে গমন করিল। ** এবং সিরুয়ার পুত্ৰ যোয়াব ও দায়ুদের দাসগণও বাহির হওয়াতে তাহার। গিবিয়োনের পুষ্করিণীর নিকটে পরসপর সম্মুখাসম্মুখি হইল, অর্থাৎ এক দল পুষকরি- ' ণীর এপারে, ও অন্য দল পুষ্করিণীর ওপারে বসিল। ** পরে অবনের যোয়াবকে কহিল, এখন যুবগণ উঠিয়া আমাদের সম্মুখে ক্রীড়া করুক। তাহাতে যোয়াব কহিল, তাহার। উঠক । * পরে শৌলের পুত্র ঈশবোশতের পক্ষ বিন্যামীন বKশের বারে জন, এব^ দায়ুদের দাসদের বারে জন উঠিয়া গণনানুসারে পারে গিয়া - প্রত্যেক জন আপন ২ প্রতিযোদ্ধার মন্তক ধরিয়া তাহার কোকে খড়গ বিদ্ধ করিল; তাহাতে তাহার। সকলে একত্র পতিত হইল । অতএব গিবিয়োনস্থ ঐ স্থান হিলকৎ-হসুরীম (খড়গভূমি ) নামে প্রসিদ্ধ হইল। ** পরে সেই দিবসে অতি ঘোরতর সংগ্রাম হইলে অবনের ও ইস্রায়েলু লোকের দায়ুদের সৈন্যগণের সম্মুখে পরাস্ত হইল।

১৮ ঐ স্থানে যোয়াব ও অবাশয় ও অসাহেল নামে সিরয়ার তিন পুত্র ছিল, সেই অসাহেল