বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(NS) У о কাষ্ঠের গৃহ নিৰ্মাণ কর না ? - এখন তুমি আমার দাস দায়ুদ্ধকে কহ, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, আমার প্রজা ইসুয়েল লোকদের উপরে রাজা করিবার জন্যে আমি তোমাকে মেষবাথানহইতে, অর্থাৎ মেষের পশ্চাদগমনহইতে গ্রহণ করিয়াছি। - এবং তুমি যে ২ স্থানে গমন করিতা, সেই সকল স্থানে তোমার সঙ্গে থাকিয় তোমার সম্মুখহইতে তোমার সমস্ত শত্ৰুকে উচ্ছিন্ন করিয়াছি ; এবং পৃথিবীস্থ মহল্পোকদের নামের ন্যায় তোমার মহানাম করিয়াছি। ** তদ্ভিন্ন আমি আপন প্রজ ইস্রায়েল লোকদের জন্যে স্থান নিরূপণ করিয়া তাহাদিগকে বসাইয়াছি; সেই স্থানে তাহার। বাস করিতেছে, আর চালিত হইবে না। পূৰ্ব্বকালে যদবধি আমি আপন প্রজ ইস্রায়েল লোকদের উপরে বিচারকতৃগণকে নিযুক্ত করিয়াছিলাম, তদবধি যে রূপ হইয়াছিল, তদ্রুপ দুষ্ট বংশের তাহাদিগকে আর ক্লেশ দিবে না। আমি সমস্ত শত্ৰুহইতে তোমাকে বিশ্রাম দিয়াছি; এব^ পরমেশ্বর আরো কহেন, আমি তোমার জন্যে এক ব^শ স্থাপন করিব।

  • আর তুমি সম্পূর্ণায়ু হইয় আপন পিতৃলোকদের সহিত মহানিদ্রিত হইলে আমি তোমার ঔরসজাত ব^শকে স্থাপিত করিব, এব। তাহার রাজ্য স্থির করিব। ** আমার নামের নিমিত্তে সে এক মন্দির নির্মাণ করিবে, এব^ আমি তাহার রাজসিRহাসন অনন্তকালস্থায়ী করিব। ** আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্ৰ হইবে ; সে অপরাধী হইলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্যসন্তানদের প্রহরিদ্বারা তাহাকে শাস্তি দিব। " কিন্তু আমার অনুগ্রহ তাহাকে ত্যাগ করিবে না; এবং আমি তোমার সাক্ষাৎহইতে দূরীকৃত শৌলের ন্যায় তাহাকে আপন অনুগ্রহবর্জিত করিব না। ** তোমার ব^শ ও রাজতন্ত্র তোমার সম্মুখে অনন্ত কাল স্থির থাকিবে ; তোমার সিAহাসন সদাকাল নিশ্চল হইবে। ’ পরে নাথন এই সকল বাক্য ও দর্শনানুসারে দায়ুদূকে কহিল।

১৮ তখন দায়ূদ্র রাজা অভ্যন্তরে যাইয় পরমেশ্বরের সম্মুখে বসিয়া কহিল, হে প্রভো পরমেশ্বর, আমি কে, ও আমার বংশ কে, যে তুমি আমাকে এ পয্যন্ত আনিয়াছ ? ** তথাপি, হে প্রভো পরমেশ্বর, ইহাও তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় হয় ; তুমি আপন দাসের ভাবি সুদীর্ঘ ব^শের বিষয়েও কথা কহিলা ; হে আমার প্রভো পরমেশ্বর, এ কি মনুষ্যের ব্যবহার ? ২° ইহার পরে দায়ু তোমাকে আর কি কহিতে পারে? হে আমার প্রভো পরমেশ্বর, তুমি 310 ২ শিমুয়েল। [৮ অধ্যায় । আপন দাসকে জ্ঞাত আছ। তুমি আপন বাক্যের নিমিত্তে ও আপন মনের মত এই সমস্ত মহৎ কর্ম করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়ছি। ** অতএব, হে প্রভো পরমেশ্বর, তুমি মহান ; আমরা স্বকৰ্ণে যাহা ২ শুনিয়াছি, সেই সকলেতে তোমার সদৃশ কেহই নাই, ও তোমা ব্যতিরেকে কোন ঈশ্বর নাই। ২° এব^ তোমার প্রজ ইস্রায়েল লোকের তুল্য পৃথিবীতে কি এমন আর এক জাতি আছে, যাহাকে উদ্ধার করিয়া নিজ প্রজা করিতে ও গৌরব প্রাপ্ত হইতে ঈশ্বর আপনি আগমন করিয়াছেন ? তুমিই তাহা করি, য়া মিসরদেশ ও ভিন্নজাতীয় লোক ও তাহাদের দেবগণহইতে উদ্ধৃত আপন প্রজাদের সন্মুখে আপন দেশে ভয়ঙ্কর কর্ম করিয়া আপনার মহানাম করিয়াছ । ২৭ এবং আপনার জন্যে আপন প্রজা ইস্রায়েল লোককে স্থাপন করিয়া অনন্ত কালের নিমিত্তে আপন প্রজা করিায়াছ ; আর হে পরমেশ্বর, তুমি তাহাদের ঈশ্বর হইয়াছ। “ হে প্রভো পরমেশ্বর, তুমি এখন আপন দাসের ও তাহার ব^শের বিষয়ে যে বাক্য কহিলা, তাহ অনন্ত কালের নিমিত্তে স্থির কর ; ও যেমন কহিলা, তদনুসারে কর । ** সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর ইস্রায়েল বংশের ঈশ্বর, তোমার এই নাম অনন্ত কালের নিমিত্তে গেীরবান্বিত, ও তোমার দাস দায়ুদের বংশ তোমার সাক্ষাতে চিরস্থায়ী হউক। ২" হে ইস্রায়েলের প্রভো সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর,আমি তোমার বংশবৃদ্ধি করিব, এই কথা তুমি আপন দাসের কর্ণগোচর করিলা ; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। ২৮হে আমার প্রভো পরমেশ্বর, ভূমিই সত্য ঈশ্বর, ও তোমার কথা সত্য, তুমি আপন দাসের প্রতি এই মঙ্গল প্রতিজ্ঞা করিলা। ২* অতএব তোমার দাসের বংশ তোমার সম্মুখে যেন অনন্তকালস্থায়ী হয়, এই জন্যে তুমি অনুগ্রহ করিয়া আপন দাসের বংশকে আশীৰ্ব্বাদ কর ; কেননা হে প্রভো পরমেশ্বর, তুমি আপনি প্রতিজ্ঞ করিয়াছ ; আর তোমার আশীৰ্ব্বাদের গুণে তোমার দাসের ব^শ অনন্ত কালের নিমিত্তে আশীঃপ্রাপ্ত থাকিবে । ৮ অধ্যায়। ১ পিলেষ্টীয় ও মোয়াবীয় লোককে चाश्रूझिंझ मम কর৭, ৩ ও ছদদেষবৃকে ও আরামীয় লোককে পর্যন্ত করণ, ১ ও দ্বায়ুদের কাছে তয়ি রাজার পুত্রকে প্রেরণ, ১৪ ও ইদোম দেশে দুর্গ স্থাপম, ১৬ ও দায়ুদের পারিষদের নাম।

  • পরে দায়ুদৃ পিলেষ্টায়দিগকে পরাজয়দ্বার।