বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ] কলশ হাতের উপরে নামাইয় তাহাকে পান করিতে দিল ** এব^ তাহাকে পান করাইয়া কহিল, যাবৎ তোমার সকল উষ্ট্রের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি তাহাদের জন্যেও জল তুলিব। ২• তাহাতে সে শীঘ্ৰ নিপানে কলশের জল ঢালিয়া পুনশ্চ জল তুলিতে কুপের নিকটে দৌড়িয়া গিয়া তাবৎ উষ্ট্রের নিমিত্তে জল তুলিল। ২• তাহাতে সে পুরুষ তাহার প্রতি স্থির দৃষ্টি করিয়া নীরব থাকিয়া, পরমেশ্বরকতৃক আপনার যাত্র সফল হইবে কি না, তাহা ভাবিতে লাগিল। ২২ উটু সকল জল পান করিলে পর সেই পুরুষ তাহার জন্যে অন্ধতোলা পরিমিত সুবর্ণের নথ, এবং দশ তোলা পরিমিত সুবর্ণের দুই হস্তের বালা লইয়া কহিল, নিবেদন করি, তুমি কাহার কন্যা? তাহ আমাকে বল। অামাদের রাত্রি যাপনার্থে কি তোমার পিতার বাটীতে স্থান আছে ? ২° তাহাতে সে উত্তর করিল, নাহোরের ঔরসে মিলকার গৰ্বে জাত যে বিথুয়েল তাহার কন্য। আমি। ২° সে আরো কহিল, পোয়াল ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে, এবং রাত্রি যাপনাথে স্থানও আছে। ২* তখন সে ব্যক্তি মস্তুক নমন করিয়া পরমেস্বরকে প্রণাম করিয়া কহিল, আমার স্বামি ইব্রাহীমের প্রভু পরমেশ্বর ধন্য হউন, কেননা তিনি আমার স্বামির প্রতি দয়া ও সত্যাচরণ করিতে নিবৃত্ত হন নাই ; এবং পরমেশ্বর আমাকেও পথঘটনাতে আমার প্রভুর জ্ঞাতির বাটীতে আনিলেন। ২৮ অপর সেই কন্যা দৌড়িয়া গিয়া আপন মাতার গৃহের লোকদিগকে ঐ কথা জানাইল । ২১ সেই রিবকার লাবন নামে এক ভুতি৷ ছিল ; সেই লবিম্ ঐ মনুষ্যের অন্বেষণে বাহিরে কুপের নিকটে দৌড়িয়া গেল। ** ফলতঃ সেই ব্যক্তি আমাকে এই ২ কথা কহিল, আপন ভগিনী রিবকার প্রমুখাৎ ইহা শুনিয়া এবথ ভগিনীর নর্থ ও হস্তুে বালা দেখিয়া সে সেই পুরুষের নিকটে গিয়া কুপের সমীপে উটুদের সহিত তাহাঁকে দাড়াইয়া থাকিতে দেখিয়া > কহিল, হে পরমেশ্বরের অনুগৃহীত লোক, আইস, কেন বাহিরে দাড়াইয়া আছ ? ঘর প্রস্তুত আছে, এবং উষ্টদেরও স্থান আছে। * তাহাতে ঐ মনুষ্য ঘরে প্রবেশ করিয়া উষ্ট্রদের সজ্জা খুলিলে সে উটুদিগকে পোয়াল ও কলাই দিয়া তাহার ও তৎসঙ্গি লোকদের পাদপ্রক্ষালনার্থে জল দিল। ৩ পরে তাহার সম্মুখে আহারীয় দ্রব্য স্থাপিত হইলে সে কহিল, বক্তব্য কথা না বলিয়া আমি আহার করিব না। তাহাতে লাবন কহিল, কহ। .* তখন সে কহিতে লাগিল, আমি ইরা আদিপুস্তক l 文》 হীমের ভূত্য ; ৩৭ পরমেশ্বরের মহাশীৰ্ব্বাদে অামার প্রভু বড় মানুষ হইয়াছেন, এবং পরমেশ্বর র্তাহাকে পাল ২ মেষ ও গবাদি এবং উটু ও গদর্ভ এবং রৌপ্য ও স্বর্ণ এবং দাস ও দাসী দিয়াছেন। ৩° এবং আমার প্রভুর পতনী সার বৃন্ধাবস্থাতে র্তাহার জন্যে এক পুত্র প্রসব করিয়াছে, তাহাকেই তিনি আপন সৰ্ব্বস্ব সমপর্ণ করিয়াছেন। ৩০ আর আমার প্রভু আমাকে এই দিব্য করাইয়া কহিলেন, আমি যাহাদের দেশে বাস করিতেছি, তুমি আমার পূত্রের বিবাহার্থে সেই কিনান দেশীয়দের কোন কন্যাকে লইও না ; ৩৮ কিন্তু আমার পৈতৃক বাটীতে ডাতিদের নিকটে গিয়া তথাহইতে আমার পুত্তের জন্যে কন্যা আনিও। * তখন আমি প্রভুকে কহিলাম, যদি কোন কন্যা আমার সঙ্গে না আইসে ? • * তাহাতে তিনি কছিলেন, আমি যে পরমেশ্বরের সাক্ষাতে যাতায়াত করি, তিনি তোমার সঙ্গে আপন দূত পাঠাইয়া তোমার যাত্রা সফল করিবেন; • • তাহাতে তুমি আমার পৈতৃক বাটীর জ্ঞাতিদের হইতে আমার পুত্রের জন্যে কন্যা আনিব। তথায় না গেলে তুমি এই দিব্যহইতে মুক্ত হইবা না ; কিন্তু আমার জ্ঞাতিদের নিকটে গেলে তাহারা যদি কন্যা না দেয়, তবে তুমি এই দিব্যহইতে মুক্ত হইব। * অতএব আদ্য আমি যখন ঐ কুপের নিকটে উপস্থিত হইলাম, তখন এই প্রার্থনা করিলাম, হে আমার স্বামি ইব্রাহীমের প্রভূ পরমেশ্বর, তুমি যদি আমার কৃত এই যাত্র সফল কর, “ তবে দেখ, আমি এখন এই সজল কুপের নিকটে দাড়াইয়া অাছি ; অতএব তোমার কলশহইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দেও, এই কথা আমি জল তুলিবার নিমিত্তে আগত কোন কন্যাকে কহিলে ** সে যদি বলে, পান কর, আমি তোমার উটুদের জন্যেও জল তুলিয়া দিব; তবে সে পরমেশ্বর কতৃক আমার প্রভুর পুভের জন্যে নিরূপিত কন্যা হউক। ** এই কথা আমি মনে ২ কহিতেছিলাম, ইতিমধ্যে রিবক স্কন্ধে কলশ লইয়া বাহিরে আইল ; পরে সে কুপে নামিয়া জল তুলিলে আমি কহিলাম, বিনয় করি, আমাকে জল পান করাও তাহাতে সে শীঘ্ৰ স্কন্ধহইতে কলশ নামাইয়া কহিল, পান কর, আমি তোমার উটুদিগকেও পান করিতে দিব ; তখন আমি পান করিলে পর সে উষ্ট্রগণকেও পান করাইল। ** পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, তুমি কাহার কন্যা ? তাহাতে সে উত্তর করিল, নাহোরের ঔরসে মিলকার গৰ্বজাত যে বিথুয়েল, তাহার কন্যা আমি । তখন তাহার নাfসকাতে নথ ও হস্তে বালা - 21