NరిలP ネ রাজাবলি l [৩ অধ্যায় । ইহা আমাদের প্রভূ দেখিতেছেন ; কিন্তু জল মন্দ ও দেশ অপত্যনাশক। ২° তাহাতে সে কহিল, আমার কাছে নূতন এক পাত্র আনিয়া তাহাতে লবণ দেও। পরে তাহ নিকটে আনীত হইলে সে জলের উনুষ্টর নিকটে য়াইয়া তাহাতে লবণ ফেলিয়া কহিল, পরমেশ্বর কহেন, আমি এ জল ভাল করিলাম, অদ্যাবধি ইহ। মৃত্যুজনক ও সন্থাননাশক আর হইবে না। ইং ইলীশায়ের উক্ত সেই বাক্যানুসারে সেই জল অদ্য পর্যন্ত ভাল হইয়া আছে।
- পরে সে তথাহইতে বৈথেলে গেল ; তাহাতে পথ দিয়া উৰ্দ্ধে যাইতেছে, এমত সময়ে নগরহইতে কতকগুলি ক্ষুদ্র বালক আসিয়া তাহাকে নিন্দ করিয়া কছিল, রে টাকপড়া, উঠিয়৷ আয় ; রে টাকপড়া, উঠিয়া আয়। * তখন সে ফিরিয়া তাহাদের প্রতি দৃষ্টি করিয়া পরমেশ্বরের নামে তাহাদিগকে শাপ দিল ; তাহাতে বলহইতে দুই ভালুক আসিয়া তাহীদের মধ্যে বেয়াল্লিশ বালককে বিদীর্ণ করিল। ** পরে সে তথাহইতে কমিল পৰ্ব্বতে গেল, এবং তথাহইতে শোমিরোণে প্রত্যাগমন করিল।
৩ অধ্যায় ৷ ১ যিহোরামের রাজত্বের কথা, ৪ ও মোয়াবীয় রাজার ইস্রায়েলের অধীনতা ত্যাগ করণ, ৬ ও যিহোরাম ও যিহেশাফট ও ইদোমের রাজা জলাভারে ক্লিষ্ট হইলে ইলীশায়দ্বারা জলের ও জয়ের প্রতিজ্ঞা পাওন, ২১ ও মোয়ার্বীয়দের পরাস্ত হওন, ২৬ ও মোয়াবীয় রাজার আপন পুত্রকে বলিদান করণ ও ইস্রায়েল্ লোকের আপন দেশে ফিরিয়া যাওম | যিহুদার রাজা যিহোশাফটের অধিকারের অষ্টাদশ বৎসরে আহাবের পুত্ৰ যিহোরাম শোমিরোণে ইস্রায়েলের উপরে রাজস্ব করিতে আরম্ভ করিয়া দ্বাদশ বৎসর পর্যন্ত রাজতন্ত্র করিল ; " এবং পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিল। সে যদ্যপি আপন পিতা মাতার সদৃশ না হইয়া পিতার নির্মিত বালের প্রতিমাকে দূর করিল, “ তথাপি নিবটের পুত্ৰ যে যারবিয়াম ইস্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাহার পাপেতে আসক্ত থাকিল, তাহ ত্যাগ করিল না ।
- মোয়াব দেশের মেশা রাজা মেষাধিকারী ছিল, সে ইসুয়েলের রাজাকে কররূপে এক লক্ষ মেষবৎস ও এক লক্ষ, সলোম মেষ দিত। * কিন্তু আহাব মরিলে মোয়াবের রাজা ইসু'য়েলের রাজার অধীনতা ত্যাগ করিল।
- সেই সময়ে যিছোরাম রাজা শোমিরোণ368
হইতে যাত্রা করিয়া সমুদয় ইস্রায়েল লোককে গণনা করিল। ’ এবং যিহুদার যিহোশাফট রাজার কাছে দূত পঠাইয়া কহিল, মোয়াবের রাজা আমার অধীনতা ত্যাগ করিল, অতএব । মোয়াবীয়দের সহিত যুদ্ধ করিতে তুমি কি আমার সঙ্গে যাইব ? সে কহিল, যাইব, কেননা আমি ও ভূমি, এবং আমার লোক ও তোমার লোক, এবং আমার অশ্ব ও তোমার অশ্ব, সকলই এক। " সে জিজ্ঞাসিল, আমরা কোন পথ দিয়া যাইব ? তাহাতে সে কহিল, ইদোম প্রান্তরের পথ দিয়া। * পরে ইস্রায়েলের রাজা ও ঘিহুদার রাজা ও ইদোমের রাজা যাত্রা করিয়া সাত দিনের পথ ঘুরিয়া গেল ; তখন তাহাদের সৈন্য ও পশ্চাদৃগামি পশুদের পানাথে জল পাওয়া গেল না । * তাহাতে ইস্রায়েলের রাজা কহিল, হায় ২ ! মোয়াবীয় লোকদের হস্তে সমপর্ণ করিতে পরমেশ্বর এই তিন রাজাকে এই স্থানে আনিলেন। কিন্তু যিহোশাফট কহিল, আমিরা যাহাদ্বারা পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিতে পারি, এমত পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তা কি এখানে কেহ নাই ? তাহাতে ইস্রায়েলের রাজার এক দাস কহিল, যে জন এলিয়ের হন্তে জল ঢালিত, শাফটের পুত্র সেই ইলীশায় এখানে আছে যিহোশাফটু কহিল, পরমেশ্বরের বাক্য তাহার মধ্যে আছে। পরে ইস্রায়েলের রাজ ও ষিহোশাফটু ও ইদোমের রাজ ইলীশায়ের কাছে চলিল। * তখন ইলীশায় ইসুয়েলের রাজাকে কহিল, তোমার সহিত তামার সম্বন্ধ কি ? তুমি আপন পিতার ভবিষ্যদ্বক্ৰদের ও মাতার ভবিষ্যদ্বক্তাদের নিকটে যাও। তাহাতে ইসায়েলের রাজা কহিল, তাহ নয়, মোয়াব দেশীয়দের হন্তে সমপর্ণ করিতে পরমেশ্বর এই তিন রাজাকে এই স্থানে আনিলেন । * ° ইলীশায় কহিল, আমি যে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের সাক্ষাতে দণ্ডায়মান আছি, তাহার অমরতার দিব্য করিতেছি, যদি যিহুদার যিহোশাফটু রাজার কাছে আমার অাদর না থাকিত, তবে আমি কখনো তোমার প্রতি দৃষ্টি করিতাম না, ও তোমাকে দেখিতাম না । ** এখন আমার নিকটে এক তবল বাদ্যকারিকে আন। পরে বাদ্যকারী তবল বাজাইলে পরমেশ্বর ইলশায়েতে আবির্ভূত হইলেন । * তাহাতে সে কহিল, পরমেশ্বর এই কথা কহেন, এই উপত্যক খাতময় কর ।. ** কেননা পরমেশ্বর এই কথা কহেন, তোমরা বায়ু দেখিব না ও বৃষ্টি দেখিব না, কিন্তু তোমাদের ও তোমাদের পশু ও বাহন সকলের পানাথে এই উপত্যক জ্বলে,তে পূর্ণ